রুপচর্চায় গোলাপ ফুলের যত ব্যবহার

আফসানা নিশি, লাইফস্টাইল কন্ট্রিবিউটার, অনলাইন আপডেট।  গোলাপ ফুল পছন্দ করে না এমন ব্যক্তি আছে বলে আমার মনে হয় না। আর যে কোন অনুষ্ঠান যেনো গোলাপ ফুল বাদে অসম্পূর্ণ থেকে যায়।

বিয়ে,গাঁয়ে হলুদ,জন্মদিন সবকিছুতে গোলাপ চায় চায় তবে রুপচর্চায় নয় কেনো?  ঠিক তাই, গোলাপ ফুল দিয়ে করতে পারেন আপনার ত্বকের যত্ন। গোলাপ ফুলের কিছু অসাধারণ ফেস প্যাক দেখে নিন তাহলে।

১।মধু ও গোলাপের ফেস প্যাক: তাজা গোলাপের পাপড়ি ভাল করে ধুয়ে নিতে হবে।পাপড়িগুলোর পেস্ট তৈরি করে এর মধ্যে ১ টেবিল চামচ মধু মিশিয়ে মুখে লাগান।শুকানোর জন্য অপেক্ষা করুন।৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

২।গোলাপ ও কমলার খোসার ফেস প্যাক: এই ফেস প্যাকটি বানানোর জন্য আপনি তাজা গোলাপের পাপড়ি ব্যবহার করবেন কিন্তু কমলার খোসা অবশ্যই শুকনো হতে হবে।তাই কমলার খোসা ২-৩ দিন কড়া রোদে ভাল করে শুকিয়ে গুড়ো করে নিন।কমলার খোসাতে থাকে ভিটামিন সি যা আপনার ত্বকের জন্য অনেক উপকারি।কমলার খোসা ত্বক উজ্জল করতে সব থেকে কার্যকারি জিনিস। গোলাপের পাপড়িগুলো ভাল করে পেস্ট করে এতে ২ টেবিল চামচ কমলার খোসা গুড়া দিয়ে মিশিয়ে নিন। এতে যোগ করুন ১ টেবিল চামচ টাটকা দই।মুখে ও গলায় লাগিয়ে বিশ্রাম নিন। ৩০-৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।এই ফেসপ্যাকটি শুধু মাত্র রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে বা সন্ধ্যায় লাগাবেন।

৩।গোলাপ ও চন্দনের ফেস প্যাক: চন্দন ও গোলাপের প্যাক আপনাকে দেবে দাগ হীন নিখুঁত উজ্জল ত্বক। গোলাপের পাপড়ির পেস্টের সাথে ২ টেবিল চামচ চন্দনগুড়া মেশান। এতে যোগ করুন ১ চা চামচ গোলাপ জল। এই পেস্টটি মুখে লাগিয়ে ৪০ মিনিট পর ধুয়ে ফেলুন।

৪।গোলাপ,জাফরান ও আমন্ড ফেস প্যাক: তাজা গোলাপের পাপড়ি ও ২ টি আমন্ড বাদাম ভাল করে পেস্ট করে নিন।এতে ১ টেবিল চামচ মধু,কয়েকটা জাফরানের টুকরো,কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন।এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট ধরে শুকান।ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ৫।গোলাপ ও আমের ফেস প্যাক:১ টা ছোট পাকা আম ও তাজা গোলাপের পাপড়ি পেস্ট করে নিতে হবে। এটা মুখে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটা স্বাভাবিক ত্বকের ফেস প্যাক। আপনার ত্বক যদি শুষ্ক হয় তবে এতে যোগ করবেন ৫ টেবিল চাচম দুধ আর যদি আপনার ত্বক তৈলাক্ত হয় তবে এতে যোগ করবেন ১ চা চামচ গোলাপ জল।

৬।গোলাপ ও ডিমের ফেস প্যাক: ১ টা ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ মধু ভাল করে মিশিয়ে নিন।এতে যোগ করুন তাজা গোলাপের পাপড়ি পেস্ট।প্যাকটি ত্বকে ব্রাশের সাহায্যে লাগান ও শুকাতে দিন। ৩০-৩৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি আপনার ত্বকের মরা কষা ঝরাবে।ত্বকের অতিরিক্ত শুষ্কভাব দূর করে ত্বক করবে কোমল ও উজ্জল।

৭।গোলাপ ও দইয়ের ফেস প্যাক: ৩ টেবিল চামচ দইয়ের সাথে গোলাপের পাপড়ি পেস্ট মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।ত্বকের মরা কোষ দূর হবে ও ত্বক কোমল হবে।

এবার তবে নেমে পড়ুন রুপচর্চার কাজে।

Facebook
Twitter
WhatsApp