রাশি অনুযায়ী সঙ্গী বাছাই

লাইফস্টাইল ডেস্ক:


কথায় আছে সকলের জীবনেই প্রেম কখনও না কখনও আসে। আর ভালবাসা টিকে থাকে একমাত্র বিশ্বাসের উপরেই। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের রাশির সঙ্গে মিলিয়ে কি বোঝা যায় কোন রাশি কার সঙ্গে জোট বাঁধলে ভাল হবে। আগেকার দিনে বিয়েতে এগুলো খুব মানা হত। তাই জেনে নিন কোন রাশির সাথে কোন রাশি মিলবেঃ

মকর (ডিসেম্বর ২২– জানুয়ারি ১৯): মকর রাশির শুভ হবে তুলা, মীন, মেষ, কর্কট, বৃশ্চিক রাশি এবং বৃষও চলবে।

মেষ (মার্চ ২১ – এপ্রিল ১৯): মেষ রাশির শুভ রাশি হচ্ছে মিথুন, কর্কট, মকর, তুলা, কুম্ভ রাশি।

বৃষ (এপ্রিল ২০ – মে ২০): বৃষ রাশির শুভ হবে বৃশ্চিক, কুম্ভ, কর্কট, সিংহ, বা মীন রাশি। বৃষ রাশিও চলতে পারে।

মিথুন (মে ২১ – জুন ২১): মিথুন রাশির শুভ হবে ধনু, মীন, কুম্ভ, সিংহ, কন্যা, তুলা রাশি। মিথুন হলেও চলবে।

কর্কট (জুন ২২ – জুলাই ২২): কর্কট রাশির শুভ রাশি কন্যা। আরো আছে তুলা, মকর, মেষ কিংবা বৃষ, বৃশ্চিক বা মীনরাশি।

সিংহ (জুলাই ২৩ – অগাস্ট ২২): সিংহ রাশির শুভ রাশি তুলা, বৃশ্চিক, কুম্ভ, মিথুন, সিংহ, ধনু বা মেষ রাশি।

কন্যা (অগাস্ট ২৩ – সেপ্টেম্বর ২২): কন্যা রাশির জন্য শুভ হবে বৃশ্চিক, ধনু, মীন, কর্কট, কন্যা, মকর এবং বৃষ রাশি।

মীন (ফেব্রুয়ারি ১৯ – মার্চ ২০): মীন রাশির ক্ষেত্রে শুভ হবে মিথুন, কন্যা, ধনু, বৃষ বা মকর রাশি।

তুলা ( সেপ্টেম্বর ২৩ – অক্টোবর ২২): তুলা রাশির শুভ হবে ধনু, মেষ, কর্কট, সিংহ, মকর, তুলা, কুম্ভ, মিথুনরাশি।

বৃশ্চিক (অক্টোবর ২৩ – নভেম্বর ২১): বৃশ্চিক রাশির জন্য শুভ হবে মকর, বৃষ, সিংহ, কন্যা, কুম্ভ,কর্কট, মীন রাশি।

ধনু (নভেম্বর ২২ – ডিসেম্বর ২১): ধনু রাশির শুভ হবে মীন, মিথুন, কন্যা, কুম্ভ, ধনু, সিংহ ও মেষ রাশি।

কুম্ভ (জানুয়ারি ২০ – ফেব্রুয়ারি ১৮): কুম্ভ রাশির ক্ষেত্র্রে শুভ হবে সিংহ, বৃশ্চিক বা ধনু, মেষ, বৃষ, মিথুন ও তুলা।

Facebook
Twitter
WhatsApp