আজিজুলহাকিম বাদল, সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট:
এই ঈদে আপনার পছন্দের পোশাক, জুয়েলারি ও কসমেটিক্স সামগ্রীর নান্দনিক কালেকশন নিয়ে রাজধানীর ধানমন্ডিস্থ দৃক গ্যালারিতে বসছে ঈদ মেলা-২০১৬। দুইপর্বের এই মেলা শুরু হবে ২১ জুন, চলবে ২৬ জুন পর্যন্ত। দ্বিতীয় পর্ব চলবে ২৭ জুন থেকে ২ জুলাই।
মেলায় পাওয়া যাবে হাজারো ডিজাইনের সেলোয়ার কামিজ এবং আরো থাকছে এক লাখের বেশি জুয়েলারি ও কসমেটিকস্ সহ অনেক কিছু।
ধানমন্ডির ২৬ নম্বর রোডের ৫৮ নম্বর বাসাতে ইতিমধ্যেই মেলার সব আয়োজন সম্পন্ন হয়েছে।
*এটাই দৃক গ্যালারীতে এই ঈদের শেষ মেলা।