যে কথাগুলো মেয়েরা প্রেমিকের কাছে গোপন রাখে…!


লাইফস্টাইল:

প্রতিটি মানুষের মনের গোপন কুঠুরিতেই কিছু কথা লুকানো থাকে যা সে কাউকেই বলতে চায় না। একইভাবে মেয়েরা কয়েকটি বিষয় প্রেমিকের কাছ থেকে আড়াল করে। তবে এর মানে এই নয় যে প্রেমিকা আপনার সঙ্গে প্রতারণা করছেন। বরং বলা যেতে পারে আপনাকে কষ্ট দিতে চায় না বলেই কিছু কথা লুকিয়ে রাখতে বাধ্য হন তিনি। জেনে নিন তেমনই কয়েকটি কথা যা মেয়েরা তার প্রেমিকের কাছে গোপন রাখে।

– মুখে যাই বলুক না কেন, প্রেমিকা কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলে তীক্ষ্ণ নজর রাখে। আপনার পোস্ট, কোন কোন তরুণী কমেন্টে প্রশংসা করছেন, কিংবা কারা লাইক করছেন, সেগুলি তিনি খেয়াল রাখেন।

– আপনি মিথ্যা বললে তিনি সেটা ঠিকই টের পান কিন্তু‌ ভান করেন, যেন তিনি কিছু‌ই বোঝেননি। তবে তিনি যে আপনার মিথ্যাটা ধরে ফেলেছেন, সেটা আপনি টের পাবেন কয়েক মাস পরে কোনো এক কথা কাটাকাটির সময়ে।

– পুরুষ বন্ধুর সংখ্যা নিয়ে আলোচনা করার সময়ে অধিকাংশ মেয়েই নিজের প্রেমিকের কাছে একটু বাড়িয়ে বলেন। কারণতিনি আপনাকে ঈর্ষান্বিত দেখতে পছন্দ করেন।

Facebook
Twitter
WhatsApp