লাইফস্টাইল :জীবনে কখনো না কখনো আমাদের সকলেরই হয়তো টাকা ধার করার প্রয়োজন হয়। বিপদের মুহূর্তে বা খুব বেশি প্রয়োজনে, নতুন ব্যবসা বাণিজ্য শুরু করা সহ নানান কারণে আমরা ঋণ নিয়ে থাকি। তবে ঋণ নেয়ার উদ্দেশ্য এটাই হয়ে থাকে যে নিজের প্রয়োজন মেটানো এবং যত দ্রুত সম্ভব সেই ঋণ শোধ করে দেয়া। আর যখনই এই শোধ করার কাজটা আমরা করে উঠতে পারি না, তখনই হয়ে পড়ি ঋণগ্রস্থ।
যথেষ্ট উপার্জন সত্ত্বেও আপনাকে কি আজকাল অনেক ধারদেনা করতে হচ্ছে? কিংবা দীর্ঘদিন ধরে ধার নেয়া টাকা গুলো কি শোধ করতে পারছেন না? অথবা নিজের উপার্জনের বেশিরভাগ অংশটাই চলে যাচ্ছে ঋণ শোধ করতে করতে? তাহলে জেনে রাখুন, এখানে ভুলটা আপনার নিজেরই হচ্ছে। নিজেরই কিছু ভুলের কারণে আপনি হয়ে পড়ছেন ঋণগ্রস্থ। আসুন, জেনে নেই ভুল গুলো।
১) নিজের আয় এবং ব্যায়ের মাঝে সামঞ্জস্য রাখতে না পারা। যেটুকু উপার্জন তার চাইতে বেশি খরচ করে ফেলা।
২) সামর্থ্য না থাকা সত্ত্বেও ফালতু খরচ করা। যেমন ধূমপান বা অন্যান্য নেশা, বিনোদনের পেছনে অতিরিক্ত ব্যয়।
৩) প্রেম ঘটিত সম্পর্কের পেছনে মাত্রা অতিরিক্ত খরচ।
৪) প্রতিদিনকার খরচের হিসাব না রাখা।
৫) পকেটে একসাথে বেশি পরিমাণ ক্যাশ টাকা রাখা। ফলে নিজের অজান্তেই খরচ বেশি করছেন।
৬) প্রতি মাসে বাজেট তৈরি না করা।
৭) কিছু পছন্দ হলেই হুট করে কিনে ফেলা । অন্যদের আছে, আমারও থাকতে হবে- এই মনোভাব থেকে জিনিষ কেনা।
১০) টাকার টান হলেই কারো কাছে ধার চেয়ে বসা। ধার না করে একটু কষ্ট করে চলা যায় কিনা সেই চেষ্টা করা।
১১) নিজের সাজসজ্জার পেছনে অধিক ব্যয় করা।
১২) সন্তানদের সকল ইচ্ছা বিনা প্রশ্নে পূরণ করা।
১৩) দরদাম না করে জিনিষ কেনা।
১৪) অপ্রয়োজনীয় সংসার খরচ।
১৫) মোবাইল ফোন, ইন্টারনেট ইত্যাদির পেছনে অধিক টাকা খরচ।
১৬) নিজেকে অনেক বেশি ধনী হিসাবে উপস্থাপন করতে যাওয়া সমাজের সামনে।
১৭) যেসব কাজ নিজে করা সম্ভব, সেগুলোর জন্যো টাকার ওপরে নির্ভর করা। যেমন রান্না করে খাওয়া, ঘরের সাধারণ কাজ নিজে করা ইত্যাদি।
১৮) প্রতিমাসে কিছু কিছু সঞ্চয়ের অভ্যাস না করা।
১৯) একটি লোণ নিয়ে আরেকটি লোণ শোধ করার চেষ্টা করা।
২০) বন্ধুদের পেছনে অতিরিক্ত ব্যয়।
সূত্র :piy