ডেস্ক : ভ্যালেন্টাইন্স ডে উদযাপনে অনেক জুটিই প্রস্তুতি নিয়ে রেখেছেন। তবে তাদের এ প্রস্তুতির পরও উদযাপনের সময় ভর করতে পারে নানা ঝুট-ঝামেলা। এসব ঝামেলা এড়িয়ে নিখুঁতভাবে এ দিনটি উদযাপনে সাতটি পরামর্শ দেওয়া হলো এ লেখায়।
১. সারপ্রাইজ অনেক সময় বিরক্তিকর হয়
পরিকল্পনা সব সময়েই সারপ্রাইজের চেয়ে ভালো। যদিও এটা একটু ম্রিয়মান মনে হয়। অনেক সময়েই সারপ্রাইজ প্রিয়জনকে আনন্দের চেয়ে বেশি বিড়ম্বনায় ফেলে। ধরুন আপনি তাকে একটা সিনেমা দেখতে নিয়ে গেলেন কিন্তু জানতে পারলেন সিনেমাটি সে আগেই দেখে ফেলেছে। কিংবা এমন একটা খাবার খাওয়াতে নিয়ে গেলেন যে খাবারটি সে খেতে পারেনা। এসব ঝামেলা এড়াতে দুজনে আলোচনা করে কোনোকিছু করাও ভালো।
২. পরিষ্কার পরিচ্ছন্নতা
যদি আপনার বাড়িতে প্রিয়জনকে দাওয়াত দেন তাহলে আগে থেকেই সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন। বাথরুম, বেসিন ইত্যাদি ঝকঝকে করতে ভুলবেন না। ঝকঝকে পরিষ্কার আয়না, টাওয়েল, টয়লেট পেপার, সাবান, স্প্রে ইত্যাদি রেডি রাখবেন। কোথাও বেড়াতে গেলে সে স্থানটিও যেন পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হয়, তাও খেয়াল রাখবেন।
৩. হাতের কাছে প্রস্তুত রাখুন ‘সরঞ্জাম’
সঙ্গীর সঙ্গে যা-ই করুন, তা যেন নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, সেদিকে খেয়াল রাখবেন। ভালোবাসা আপনাকে কোন দিকে নিয়ে যেতে পারে, সে বিষয়ে সব সময় প্রস্তুতি রাখতে হবে। এটা রোধ করবে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের মতো বিষয়।
৪. সাপোর্টিং লোকজনকে আড়ালে রাখুন
কোনো জুটিরই শুধু দুজনকে নিয়ে পৃথিবী গড়ে উঠে না। ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, কলিগ ইত্যাদির বিষয় স্বভাবতই চলে আসবে আপনাদের মাঝে। তবে আপনি যদি নিরিবিলিতে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করতে চান তাহলে তাদের আড়ালে বিষয়টা উদযাপন করাই ভালো। এ ক্ষেত্রে সাবধান থাকতে হবে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও।
৫. আপনার মানিব্যাগের দিকে লক্ষ্য রাখুন
আপনার পরিকল্পনা করার সময় অবশ্যই মানিব্যাগের দিকে লক্ষ্য রাখবেন। সব সময় ব্যয়বহুলভাবে দিনটি উদযাপন করতে হবে এমন কোনো কথা নেই। কোনো বিষয় যদি অনেক ব্যয়বহুল হয়ে যায়, তাহলে কোনো অল্পব্যয়ী বিকল্প সন্ধান করুন। এতে আপনার ভালোবাসায় তেমন হেরফের হবে না। এটিএম মেশিনের আশায় না থেকে প্রয়োজনীয় টাকা সাবধানে সঙ্গে নেওয়াই ভালো।
৬. মোবাইল ফোন সাইলেন্স রাখতে পারেন, তবে..
মোবাইল ফোন যেমন দরকারি, তেমন তা দরকারের সময় বিরক্ত করতেও পারদর্শী। এ কারণে প্রয়োজনে এটা সাইলেন্স মোডে রাখতে পারেন। তবে এ দিনটি উদযাপনের সময়েও মোবাইল ফোনের কথা পুরোপুরি ভুলে যাওয়া চলবে না- মাঝে মাঝে চেক করতে হবে। যদি সাইলেন্স মোডে রেখে তা ভুলে যান তাহলে তা অন্যের কাছে বিড়ম্বনার বিষয় হয়ে দাঁড়াতেও পারে। এ কারণে আগে থেকেই প্রয়োজনীয় স্থানে বলে দিন আপনার ব্যস্ততার কথা।
৭. সবকিছু আবার চেক করে নিন
ইস্ত্রি করা নিখুঁত পোশাক, টাই, পালিশ করা জুতা….. আপনি কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন না। তাই নিখুঁত সব পোশাক আর ক্লিন সেভ করার পরামর্শ দিচ্ছি না আমরা। তার পরও আপনার পরিকল্পনায় নিশ্চয়ই রাখবেন কোথায় যাচ্ছেন আর কোন কোন পোশাক পরবেন। আপনার শরীর বা মুখে গন্ধ হচ্ছে কি না, আর তা প্রতিরোধ কিভাবে করছেন, সে বিষয়টা নিশ্চয়ই আগে থেকে চিন্তা করে রাখবেন। পরিকল্পনার মধ্যে অবশ্যই নিরাপত্তার দিকটাও রাখবেন।