আফসানা নিশি, লাইফস্টাইল কন্ট্রিবিউটার, অনলাইন আপডেট। শুধু রান্না নয়, রুপচর্চায়ও বেকিং সোডার অনেক ব্যবহার আছে। রুপচর্চায় বেকিং সোডার অজানা ব্যবহারগুলো জেনে নিন।
১।ব্রণ সারাতে: ১ চা চামচ বেকিং সোডা পানি দিয়ে গুলিয়ে নিন। ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে ২-৩ মিনিট ম্যাসাজ করুন। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। প্রথম সপ্তাহে প্রতিদিন ১ বার করে ব্যবহার করুন। পরবর্তীতে সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।
২।দাঁতের হলুদ ভাব দূর করতে: দাঁতের হলুদ ভাব সারাতে বেকিং সোডা অনেক কার্যকরি। ব্রাশের সাথে একটু বেকিং সোডা নিয়ে ব্রাশ করে ফেলুন। কয়েক সপ্তাহ ব্যবহারে দাঁত চকচকে হয়ে যাবে। অন্যভাবে বাড়িতে পেস্ট তৈরি করে নিতে পারেন।
৪ টেবিল চামচ হলুদ গুড়ো,২ চা চামচ বেকিং সোডা,৩ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন নারিকেল তেল একসাথে মিশিয়ে পেস্ট বানান। রোজ সকালে ও রাতে এই পেস্ট দিয়ে ব্রাশ করুন। কয়েকদিনে পরিবর্তন দেখতে পাবেন।
৩।নখের দাগ দূর করতে: রান্না করতে গেলে সবজির কষ ও মশলা থেকে নখে দাগ লেগে যায়। নখ হলুদ বা কালো হয়ে যায়। এই দাগ দূর করতে বেকিং সোডা অনেক কার্যকরি।
১/২ কাপ পানিতে ১ টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে এতে নখ ডুবিয়ে রাখুন।২-৩ মিনিট পর নখ তুলে ব্রাশ দিয়ে ভাল করে ঘষে নিন। নখের দাগ চলে যাবে। নখ চকচক করবে।
৪।ঘামের গন্ধ দূর করতে: গরমে শরীর ঘেমে অনেক দূর গন্ধ বের হয়। এই গন্ধ দূর করতে বেকিং সোডা গুলিয়ে তুলোয় করে বগলে লাগান। গোসলের আগে রোজ ব্যবহার করুন।
৫।চুলের তেল চিটচিটে ভাব সারাতে: অনেকের চুল খুব বেশি তৈলাক্ত হয়। এই তেল চিটচিটে চুলে শ্যাম্পু করা হোক বা কন্ডিশোনিং কোন ভাবে তা যেনো ঝরঝরে হতেই চায় না। বিরক্তকর এই তেল চিটচিটে চুলের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে বেকিং সোডা।
১ কাপ পানিতে ১/৩ কাপ বেকিং সোডা মিশিয়ে চুলে লাগান। ৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ১-২ বার ব্যবহার করলে চুলের তেল চিটচিটে ভাব চলে যাবে। অন্যভাবে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনার প্রতিদিনের ব্যবহৃত শ্যাম্পুর বোতলে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে রাখুন। সপ্তাহে ২-৩ বার এই শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করুন। চুল ঝরঝরে হবে,তেল চিটচিটে ভাব চলে যাবে।
৬।খুশকি সারাতে: যেদিন শ্যাম্পু করবেন তার আগের দিন রাতে ১ টেবিল চামচ বেকিং সোডা মাথার ত্বকে লাগিয়ে রাখুন। সকালে শ্যাম্পু করে ফেলুন। কিছু দিন ব্যবহারে খুশকি চলে যাবে।