লাইফস্টাইল ডেস্ক:
মাঝে মাঝেই মুশলধারায় বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল রোম্যান্টিক অবশ্যই। কিন্তু চুলের অবস্থা খানিকটা নাজুক হয়ে যায়। আর বর্ষা আসলেই মাথায় হাত পড়ে অনেকের। বর্ষাকালেই দেখা দেয় খুশকির সমস্যা। তাই জেনে নিন এই সমস্যা দূর করার সহজ কিছু উপায়ে।
খুশকি দূর করার ঘরোয়া উপায়:
অ্যালোভেরা জেল:
অ্যালোভেরা খুবই উপকারী অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাংগাল উপাদান হিসেবে। এটি খুশকি দূর করতেও খুবই কার্যকরী। অ্যালোভেরা জেল ৩০ মিনিট আপনার স্কাল্পে লাগিয়ে রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। পর পর কয়েকদিন এভাবেই স্কাল্পে অ্যালোভেরা জেল লাগালে খুব তাড়াতাড়ি খুশকি থেকে মুক্তি পেয়ে যাবেন।
নিম পাতা:
নিম পাতা শরীরের পক্ষে খুবই উপকারী। আবার খুশকি দূর করতে কয়েকটি নিম পাতা বেশ কাজে আসতে পারে। সে জন্য কয়েকটি নিমপাতা নিয়ে ভালো করে ৩০ মিনিট ধরে গরম পানিতে ফোটান। তারপর পেস্ট তৈরি করুন। সেই পেস্ট এবার স্কাল্পে ভালো করে লাগান। মাত্র এ ঘন্টা রেখে দিন। তারপর ঠাণ্ডাপানিতে ভালোভাবে ধুয়ে ফেলুন।