বাড়িতেই বানান গ্রীন টি স্ক্রাবার (Green Tea scrubber)

 

 লাইফস্টাইল ডেস্কঃ    গ্রীন টি খাওয়ার অভ্যাস টা আমাদের এখনও পুরোপুরি হয়ে ওঠেনি , তবু শুরুটা করেছি । কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানেন না গ্রীন টি রূপচর্চায়ও সমান ভাবে কার্যকরী। গ্রীন টি খুব ই ভাল আন্টি- অক্সিড্যান্ট ,অ্যান্টি-এজিং উপাদান। নিয়মত ব্যাবহারে ত্বকের পুনর্গঠন করে, বলিরেখা দুর করে, ছোপ ছোপ কাল দাগ বা রোদ পোড়া দাগ দূর করে, ত্বকে সুস্থ ও উজ্জ্বল আভা ফিরিয়ে আনে ।
এবার জানিয়ে দিই বাড়িতেই কিভাবে বানাবেন গ্রীন টি স্ক্রাবঃ

উপকরনঃ

১। গ্রীন টি ব্যাগ

২। ১/২ চামচ মধু

৩। ১/২ চাচম নারকেল তেল

৪। ১ চামচ ব্রাউন সুগার

৫। লেবুর রস


গ্রীন টি খাওয়া হয়ে গেলে টি ব্যাগ টি ফেলে না দিয়ে ফ্রিজে রেখে দিন।

এবার একটি বাটি তে ঠান্ডা করা টি ব্যাগ টি ছিড়ে পাতাগুল বের করে নিন, এতে ১/২ চামচ মধু , ১ চামচ লেবুর রস, ১/২ চাচম নারকেল তেল (জমাট বাধা বা ফ্রিজে রেখে জমিয়ে নিতে পারেন) ও সবশেষে ১ চামচ ব্রাউন সুগার অথবা সাধারন চিনি ভাল করে মিশিয়ে নিন। ব্যাস হয়ে গেল দারুন ময়সচারাইজিং , অ্যান্টি-এজিং, সুদিং ফেয়ারনেস স্ক্রাবার।

সপ্তাহে ২/৩ দিন এই স্ক্রাবার টি মুখে ৩ মিন লাগিয়ে রেখে এর পর হাল্কা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। ভাল লোশন লাগান।

বি দ্রঃ ত্বকে অ্যালার্জির সমস্যা থাকলে মধু দিবেন না ।

 

সুত্র লিংক  গ্রীন এসেন্স

Facebook
Twitter
WhatsApp