ফ্যাশনে নতুন করে যোগ হতে যাচ্ছে হলুদ রঙ!

ডেস্ক:  দ্রুত বদলে যায় ফ্যাশন জগতের হাওয়া। সময়ের সাথে সব সময় পরিবর্তনশীল। নতুন একটি ট্রেন্ড বদলে দিতে পারে অনেক আগের পুরনো কিছু ট্রেন্ড। আবার হুট করে আসতে পারে পুরনো কিছু ট্রেন্ড। সেরকমই কিছু নতুন ও পুরনোর মিশেলে ২০১৪-এ বদলে যাচ্ছে ফ্যাশন জগত। আর এই জগতে যোগ হতে যাচ্ছে হলুদ রঙ। হলুদ রঙ গ্রীষ্মের রঙ বলে ধরা হয়। কিন্তু এই ২০১৪ সালে প্রায় পুরোটা জুড়েই হলুদের খেলা দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন শেডের হলুদ আসছে এই ২০১৪ সালের ফ্যাশানে। যাদের পছন্দের রঙ হলুদ তারা খুশীমনে নিজের পছন্দের রঙটি ব্যবহার করতে পারবেন সাজপোশাকে। আর যারা হলুদ রঙটি বিশেষ পছন্দ করেন না তারাও এই রঙের প্রেমে পড়তে পারেন!

পোশাক-আশাক

পোশাক-আশাকে হলুদ রঙের খেলা শুরু হতে যাচ্ছে বসন্তের শুরু থেকেই। শাড়ি, সালোয়ার-কামিজ, টপস সব কিছুতেই থাকবে হলুদ রঙের খেলা। বর্তমানের ট্রেন্ড অনুযায়ী হলুদ প্যান্ট এখন জনপ্রিয়তার তুঙ্গে। বিভিন্ন রঙের টপস বা শার্টের সাথে হলুদ প্যান্ট বেশ মানিয়ে যায়। সাথে তো হলুদ রঙের স্কার্ফ থাকছেই।

এক্সেসরিজ

হলুদ রঙের স্টাইলিশ জুয়েলারি দেখতে পাওয়া যাবে পুরো বছর জুড়ে। ব্রেসলেট, লম্বা ওয়েস্টার্ন ধাঁচের গলার নেকলেস এবং হলুদ রঙের পালকের কানের দুল ইদানীং বাজারে দেখা যাচ্ছে। এসবের পাশাপাশি হলুদ বেল্ট, জুতো ও ব্যাগও বেশ ভালো জনপ্রিয়তা পাবে এই বছরে।

Facebook
Twitter
WhatsApp