লাইফস্টাইল ডেস্ক: পুরুষ ও মহিলা, একই গ্রহের বাসিন্দা দুই ভিন জগতের প্রাণী যেন! বলা হয়ে থাকে, ‘পুরুষরা এসেছে মঙ্গলগ্রহ থেকে, আর মহিলারা শুক্র থেকে।’ নারী-পুরুষের এই যুদ্ধ চিরকালের। কখনও থামার নয়। যতই বলা হোক, একে অপরের পরিপূরক। কিন্তু বাস্তবে একটি মুদ্রার এপিঠ আর ওপিঠ। এখন পুরুষদের যে গুণগুলি একজন মহিলার একেবারে না পসন্দ,
১) দেখা করতে বলে দেরি করে পৌঁছানো। কোনও মহিলাকে অপেক্ষা করিয়ে রাখা।
২) দেরি করে এসে তারপর গল্প ফেঁদে অজুহাত খাড়া করার চেষ্টা করা।
৩) পুরুষমাত্রই অপরিষ্কার, এটা নারীকুলের বদ্ধমূল ধারণা। তাই অপরিচ্ছন্ন পুরুষ দেখলেই মহিলারা নাক সিঁটকায়।
৪) অন্য মহিলা বা মেয়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকা। এমনকী গার্লফ্রেন্ড বা বউ সঙ্গে থাকলেও।
৫) কোনও গুরুত্বপূর্ণ দিন, আগে থেকে বলে রাখা কোনও কাজ বেমালুম ভুলে যাওয়া।
৬) কথা বলতে বলতেই নিজের জগতে হারিয়ে যাওয়া।
৭) অনেকসময়ই নারীর মতামতকে গুরুত্ব দিতে ‘মেল-ইগো’ হার্ট হয়। খোলা মনে নারীর প্রশংসা করতে না পারে।
৮) যদি কোনও পুরুষ ২৪x৭ শুধু যৌনতা নিয়ে কথা বলতেই ব্যস্ত থাকে, তাহলে তাঁকে মহিলারা ঘৃণা করেন। নারীমন সখ্যতা খোঁজে।
৯) কথায় কথায় বর্তমান প্রেমিকার সঙ্গে পুরনো গার্লফ্রেন্ডদের তুলনা, কোনও মহিলাই পছন্দ করেন না।
১০) ওভার পসেসিভ গার্লফ্রেন্ড যেমন পুরুষদের একেবারেই পছন্দের নয়। ঠিক তেমনই যেসব পুরুষ তাঁদের প্রেমিকাকে কোনও স্পেস দেন না, অতিরিক্ত পসেসিভ, সন্দেহবাতিক, তাঁদের মহিলারা একেবারেই পছন্দ করেন না।