নারীরা আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে ১০ উপায়ে !

লাইফ স্টাইল ডেস্ক :এ পৃথিবীতে একটাও মানুষ ও খুঁজে পাওয়া যাবে না যে তার চায় না কেউ তার প্রতি আকর্ষিত হোক। এমনকি এমন পুরুষ মনে হয় পৃথিবীতে একটাও খুঁজে পাওয়া যাবে না যে সে চায় মেয়েরা তার প্রতি আকর্ষিত হোক। হ্যাঁ, সবাই নিজের প্রতি মেয়েদের আকর্ষণ করতে পারে না। কিন্তু নিচের ১০ টি বিষয়ের প্রতি সঠিকভাবে মনোযোগী হওয়া যায়, তবে সহজেই নারীরা আপনার প্রতি আকর্ষণ অনুভব করবে।

১.আপনি যখন তার সাথে কথা বলবেন তখন তার চোখের দিকে তাকিয়ে কথা বলুন। দেহের দিকে তাকাবেন না। এতে করে আপনার প্রতি তার ভুল ধারণা তৈরি হবে।
২. আপনি সবসময় গোছানো থাকবেন কারন সব মেয়েরাই চায় যে তার সঙ্গী সবসময় সাজানো গোছানো ও সুন্দর পোশাকে থাকুক।
৩. আপনি তাকে বিভিন্ন কাজে সহায়তার হাত বাড়িয়ে দিন। মেয়েরা সব সময় সহযোগীদের প্রতি আকৃষ্ট হয়। যেমনঃ কোথাও বসতে গেলে তার চেয়ারটা একটু এগিয়ে দিন।
৪. তার বন্ধুদের নিজের মতো আপন করে নিন। কারন, মেয়েরা সামাজিক ও মিশুকদের প্রতি আকৃষ্ট হয়।
৫. আপনি যখন তার সাথে থাকবেন তখন ফোন পরিহার করার চেষ্টাকরুন। যদিও ফোনে কথা বলেন তাকে বুঝাবেন যে আপনার পূর্ণ আকর্ষণ রয়েছে।
৬. আপনি যখন তার সাথে থাকবেন তখন তাকে বিভিন্ন প্রশ্ন করুন বিশেষত তার সম্পর্কে। মেয়েরা সব সময় তার ব্যাপারে আলোচনা পছন্দ করে। যেমন তার ভাল লাগা, প্রিয় জিনিস ইত্যাদি।
৭. কোথাও প্রবেশের সময় আগে গিয়ে দরজা খুলে তাকে স্বাগতম জানান। এ বিষয়টি নারীদের অনেক প্রিয়।
৮। তার উপস্থিতিতে আপনি প্রশংসা করুন। যেমন তোমাকে আজ খুব সুন্দর লাগছে। এ পোশাকে তোমাকে অনেক ভাল মানায় ইত্যাদি।
৯. যে কোন বিষয়ে তার থেকে পরামর্শ নিন। যেমন কোন কাজ শুরু করার আগে মতামত চাওয়া। এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন।

১০. তার ভাল দিকগুলো তার সামনে তুলে ধরুন। কারন তারা তাদের প্রশংসা শুনতে অনেক পছন্দ করে। যেমন তোমাকে হাসিখুশি মনে হয়। তোমার সব কাজই ভাল হয়। তুমি অনেক পজিটিভ ইত্যাদি।
এগুলোর প্রতি মনোযোগী হলে মেয়েরা আপনার প্রতি ইতিবাচক হবে আকর্ষণ অনুভব করবে।

Facebook
Twitter
WhatsApp