লাইফস্টাইল ডেস্ক: গোলাপের সৌন্দর্য নিয়ে কারো দ্বিমত পাওয়া যায় না। আপনি জানেন, এই সুন্দর ফুল আপনার সৌন্দর্য বাড়াতেও সহযোগিতা করতে পারে। গোলাপ জল প্রাকৃতিক টোনার হিসেবে কাজ করে। দিন শেষে বাড়ি ফিরে গোলাপ জলে ভিজিয়ে নিন এক টুকরো তুলো এবং ঘুরিয়ে ঘুরিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে মেকআপ তোলা এবং মুখ পরিষ্কারের কাজটাও হয়ে যাবে।
গোলাপের আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। ব্রণের যন্ত্রণা দূর করতে গোলাপ জল নিয়মিত ব্যবহার করতে পারেন। মেথি পেস্ট এবং গোলাপ জল মিশিয়ে তৈরি করতে পারেন ফেস প্যাক যা দারুণ কাজ করবে।
ঠোঁটের রঙ কালো দূর করতে গোলাপের পাপড়ি পিষে এর সাথে মেশান দুধের সর এবং মধু। তৈরি মিশ্রণটি ঠোঁটে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ঠোঁট হয়ে উঠবে গোলাপি এবং তুলতুলে।
খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে গোলাপ জল মালিশ করতে পারেন। চুলকানি কমে আসবে। শুধু তাই নয় চুলের বৃদ্ধিও হবে দ্রুত।