লাইফস্টাইল ডেস্ক: একটি ঘুম সারাদিনের ক্লান্তি নিমেষেই দূর করে দেয়। এই ঘুমের মধ্যেই আমরা স্বপ্ন দেখে থাকি। বিশেষজ্ঞরা বলছেন, একরাতে একজন মানুষ ৪-৫ টি স্বপ্ন দেখে থাকেন। বছরে দেখেন ২০০০টি স্বপ্ন।
তবে দেখা যায়, এর বেশিরভাগ স্বপ্নই আমরা ভুলে যাই, মনে থাকে হয়ত কিছু সংখ্যক। গবেষণা আরও বলছে, এই ঘুমের মাঝেই আমাদের শরীর নাকি আভ্যন্তরীন কিছু কাজ করে থাকে যা বাইরে থেকে সেগুলোকে অদ্ভুৎ ঘটনা মনে হয়। ঘুমের মধ্যে কী ঘটে আমাদের শরীরে? জেনে নিন তাহলে ঘুমের ভেতর ঘটে চলা শরীরের অদ্ভুত ঘটনা …
১। দুই চোখ খুব দ্রুতগতিতে নড়তে থাকে।
২। পেশিগুলো অসাড় হয়ে যায়।
৩। গ্রোথ হরমোন সক্রিয় হয়।
৪। কণ্ঠনালীর আকৃতি সরু হতে থাকে।
৫। অনেক সময় দাঁত কিড়মিড় করতে থাকে।
৬। সেক্সুয়াল হরমোন নিঃসৃত হতে থাকে।
৭। ব্রেইন বিভিন্ন ধরনের গল্প বানাতে থাকে।