লাইফস্টাইল:
চোখ মনের আয়না- এক্কেবারে খাঁটি সত্যি কথা। কাছের মানুষটিকে খুব ভালবাসলেও মাঝেমধ্যেই তাঁকে বুঝে ওঠা দুষ্কর হয়ে ওঠে। তাই বলে হাল ছেড়ে দেবেন না যেন। মানুষটির চোখে চোখ রাখুন। পড়ে নিন মনের কথা-
* কথা বলার সময় কেউ বাঁ দিক ঘেঁষে ওপরের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন কল্পনায় ডুবে আছেন তিনি।
* ডান দিক ঘেঁষে ওপরের দিকে তাকালে বুঝবেন অতীতের কোনও ঘটনা চোখের সামনে ভেসে উঠছে।
* বাঁ দিক ঘেঁষে নীচের দিকে তাকিয়ে থাকলে বুঝবেন নিজের মতো করে ভাবনাচিন্তা সাজিয়ে নিচ্ছেন তিনি।
* ডান দিক ঘেঁষে মেঝের দিকে তাকালে বুঝবেন আপন মনে কথা বলছেন।