ঘুমোনোর আগে ছোট্ট বিউটি রুটিন

 

ডিসেম্বর রেইন –


 

লাইফস্টাইল ডেস্ক, অনলাইন আপডেট :  রাতে ঘুমোনোর আগে ছোট্ট বিউটি রুটিন (Beauty routine) :


১। নারিকেল তেল /অলিভ অয়েল দিয়ে তুলার বল ভিজিয়ে নিয়ে চোখের উপরে নিচে সহ সারা মুখে হাল্কা ম্যাসাজ করে মুখে মেক আপ,ও ধুলো ময়লা তুলে নিন।


২।ভালো মানের ক্লেঞ্জার দিয়ে মুখে হাল্কা ম্যাসাজ করে নিন ১ মিনিট মত। এবার তুলার বল ভিজিয়ে পুরো মুখ টা মুছে ফেলুন।


৩।কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। ফেস ওয়াশ ব্যাবহার করতে পারেন।


৪।এবার নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
৫।ভালো আন্টি এজিং /ফেয়ারনেস/আকনে কিউর টোনার তুলয় করে চেপে চেপে সারা মুখে লাগিয়ে নিন।কাজটা হাত দিয়েও করতে পারেন।


৬।হেলথি আই জেল আঙ্গুলের মাথায় নিয়ে অলতো করে চোখের চারিদিকে চেপে চেপে লাগিয়ে নিন।


৭।ত্বক শুষ্ক/ তৈলাক্ত যা ই হোক না কেন, সঠিক মানের ময়সচারাইজার প্রতিটি ত্বকের জন্য জরুরি। ত্বক শুষ্ক হলে গাঢ় কোন ময়সচারাইজার সারা মুখে লাগান।ত্বক তৈলাক্ত হলে অই ময়সচারাইজার এর সাথে কয়েক ফোটা পানি মিশিয়ে নেবেন।


৮।ঘুমোনোর আগে আলাদা ঢিলেঢালা পোশাক পরে ঘুমোতে যান। স্বপ্নে কেও আসুক না আসুক চুল গোড়া থেকে আচড়ে হাল্কা বেধে নিন।


৯। সব শেষে ভাল মানের লিপজেল ঠোটে লাগিয়ে পরিষ্কার বিছানায় অল্প আলোয় হাল্কা মিউজিক চালিয়ে বা একটা বই নিয়ে পড়তে পড়তে ঘুমীয়ে যান।

                                                                      নতুন আগামির জন্য প্রস্তুত আপনি। শুভ রাত্রি ।

                                                                                    

কোন প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন  সুত্র লিংক   গ্রীন এসেন্স  এ ।

Facebook
Twitter
WhatsApp