লাইফস্টাইল ডেস্ক: নারীদের সাজগোজের একটা অন্যত উপাদান নেইলপলিশ। নেইলপলিশ না দিলে যেন স্টাইলটাই সম্পূর্ণ হয় না। তাই আমরা অনেকেই বাসা থেকে বের হওয়ার আগে দেখে নেই নখের এই রংগুলো ঠিকঠাক আছে কিনা। পোশাকের সাথে মিলিয়ে নেইলপলিশ কিনি। অনেকে আবার পাঁচ নখে পাঁচ রং দেন। সবাই চেষ্ট করেন বাহারি রং এ তাদের নখ কে সাজিয়ে তুলতে।
আজ লাল রঙের পোশাক পরার ইচ্ছা আছে। সঙ্গে লাল রঙের নেইলপলিশ না হলেই নয় কিন্তু এখনও আগের সবুজ রঙটাই যে শোভা পাচ্ছে নখের ওপর। তাহলে উপায়? কীভাবে দূর করবে নেইলপলিশের রং? জেনে নিন নেইলপলিশের রং দূর করার ঘরোয়া কিছু পদ্ধতি।
• গরম পানি : একটি পাত্রে পানি গরম করো। সহনীয় গরম পানিতে আঙুল ডুবিয়ে রাখো। মিনিট দশেক এভাবে রাখো। এর পর আস্তে আস্তে ঘষলেই নেইলপলিশ উঠে যাবে।
• টুথপেস্ট : শুধু দাঁতের ময়লা বা হলদে ভাবই নয়, খুব ভাল নেইলপলিশ রিমুভারের কাজও করতে পারে টুথপেস্ট। নখের উপর টুথপেস্ট লাগিয়ে কিছুক্ষণ রাখো। খেয়াল রাখবে যেন টুথপেস্ট না শুকিয়ে যায়। এরপর তুলো দিয়ে ঘষলেই উঠে যাবে নেইলপলিশ।
অ্যালকোহল : এক টুকরো তুলোতে অল্প অ্যালকোহল ভিজিয়ে নাও। নেইলপলিশ লাগানো নখের উপর বুলিয়ে নাও তুলোর টুকরোটি। আস্তে আস্তে ঘষলেই উঠে আসবে নেইলপলিশ। যেহেতু অ্যালকোহল খুব ভাল জীবাণুঘাতী তাই রঙের পাশাপাশি নখে ময়লা জমে ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে তাও ঠেকানো যাবে।
• ভিনেগার : অ্যালকোহলের মতোই খুব ভাল নেইলপলিশ রিমুভার হিসাবে কাজ করে ভিনেগার। একটি পাত্রে পরিমাণমতো ভিনেগার নাও। তার মধ্যে পাতিলেবু অথবা কমলা লেবুর রস মিশিয়ে নাও। পাত্রটির মধ্যে কিছুক্ষণ নখ ডুবিয়ে রাখো। এরপর ধীরে ধীরে তুলো দিয়ে ঘষলেই নেইলপলিশের রং উঠে যাবে।
• পারফিউম : পারফিউমের বোতল প্রায় খালি হয়ে এসেছে? তলানিতে তো একটুখানি পড়েই আছে! পারফিউমে থাকা অ্যাসিটন খুব ভাল নেইলপলিশ রিমুভারের কাজ করবে। তুলোতে পারফিউম ভিজিয়ে নাও। তারপর ভেজানো তুলো দিয়ে নখের উপর ঘষলেই উঠে যাবে নেইলপলিশ।
• হেয়ার স্প্রে : তুলোতে অল্প পরিমাণ হেয়ার স্প্রে ভিজিয়ে নাও। তুলোর টুকরোটি নখের উপর ঘষলেই উঠে আসবে নেইলপলিশ।