লাইফস্টাইল ডেস্ক : সব পুরুষের মনে একটা প্রশ্ন সেই আদিকাল থেকেই বোধহয় ঘুরপাক খায়, আর তা হলো কোন বয়সী পুরুষকে নারীরা পছন্দ করে?
আসলে এ প্রশ্নের উত্তর বোধহয় নারীরাও জানে না। কারণ কম বয়সী নারীকে যেমন বাবার বয়সী লোকের প্রেমে পড়তে দেখা যায়, তেমনি ছেলের বয়সীর সঙ্গেও ঘর বাঁধতে দেখা যায় নারীদের।
তবে গড় পড়তা একটি হিসাব তো আছেই। তা হলো- নারী যখন তরুণী থাকে, তখন নিজের চেয়ে একটু বড় ছেলেকেই পছন্দ করে। কিন্তু মাঝ বয়সে এই পছন্দের বিষয়টি পরিবর্তন হয়ে যায়, তখন নারী কম বয়সী ছেলেদেরই পছন্দ করে।
এক জরিপের ফলাফলে জানা গেছে, তরুণীরা নিজের চেয়ে তিন-চার বছর বেশি বয়সী পুরুষ পছন্দ করে। আর ৪৬ থেকে ৪৮ বছর বয়সী নারীরা নিজেদের চেয়ে প্রায় আট বছর কম বয়সী পুরুষকে পছন্দ করেন।