লাইফস্টাইল ডেস্ক:
অনেকেরই নেইলপলিশ কেনার বাতিক আছে। পোশাকের সঙ্গে ম্যাচ করে ঘন ঘন রং পাল্টাচ্ছেন নেইলপলিশের? হাত-পায়ের খুবই বাজে অবস্থা হলেও আমরা নেইলপলিশ ব্যবহার করি। এখনই বদলে ফেলুন আপনার অভ্যাস। অজান্তেই নেইলপলিশ আপনার ওজন বাড়িয়ে চলেছে। মনে করছেন বাজে কথা।
ওজন বৃদ্ধির সঙ্গে নেইলপলিশের কি সম্পর্ক?
যত বেশি নেইলপলিশ পরবেন ততই বাড়বে আপনার ওজন। শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি! ইউনিভার্সিটি অব জর্জিয়ার এক সমীক্ষাতে এমনটাই প্রমাণিত হয়েছে। নেইলপলিশ যত বেশি ব্যবহার করবেন ওবেসিটির দিকে তত বেশি ঝুঁকবেন।
লাখ টাকার প্রশ্ন একটাই নেইলপলিশের সঙ্গে ওজনের যোগসূত্র কোথায়?
যোগসূত্র একটাই নেইলপলিশে থাকা কেমিক্যাল বিবিপি ওজন বাড়ার একমাত্র কারণ। রোজকার খাবারের সঙ্গে যে পরিমাণ ফ্যাট জমা হয় তাকে প্রভাবিত করে এই কেমিক্যাল। বিবিপি কেমিক্যালের সংস্পর্শে এসে ফ্যাট আরোও বেশি পরিমাণে স্তূপীকৃত হতে থাকে। শুধু কী তাই বিবিপি কেমিক্যাল থেকে সারা শরীরে এত বেশি ফ্যাট জমে যা ওবেসিটির আকার ধারণ করে।
সারা বিশ্বে এখন প্রতি ৮ জনে ১ জন ওবেসিটির শিকার। তাই অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করতে নেইলপলিশ লাগানোর আগে ভেবে দেখুন।