আফসানা নিশি, লাইফস্টাইল কন্ট্রিবিউটার, অনলাইন আপডেট। উজ্জ্বল ত্বক পেতে চাই বাড়তি যত্ন। সেই যত্নের একটি মাধ্যম হল টোনার। আজ জেনে নিন কি করে বাড়িতে টোনার তৈরি করবেন।
১।সাদা ভিনেগার: আপনি যদি টোনার ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে প্রথম পছন্দ হতে পারে সাদা ভিনেগার। সমপরিমাণ সাদা ভিনেগার ও পানি মিশিয়ে নিন। এই মিশ্রণে তুলা ডুবিয়ে মুখে,গলায় ও ঘাড়ে লাগান। এটি ঘরে তৈরি সব থেকে সহজ ও উপকারি টোনার।
২।লেবুর রস: লেবু টুকরো করে কেটে মুখে ভাল করে ঘষুন। মুখে রস লেগে গেলে ১০ মিনিট এভাবে রেখে দিন। পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৩।শশা ও দইয়ের টোনার: একটা শশার রস করে নিন। এর মধ্যে ১/২ কাপ দই মেশান। সারা মুখে ভাল করে লাগিয়ে ৫-১০ মিনিট অপেক্ষা করুন। এটি তৈরি করে ফ্রিজে রাখতে পারেন। তৈলাক্ত ত্বকের জন্য এটি অনেক উপকারি।
৪।মধু,লেবু ও ডিমের টোনার: ১ টা ডিম ভাল করে ফেটিয়ে নিন। এর মধ্যে ১ চা চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এটি মুখে ভাল করে লাগান। চোখে ও ঠোঁটে লাগানো থেকে বিরত থাকুন। ১০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫।আপেল ও মধুর টোনার: ১ টি আপেলের খোসা ছাড়িয়ে ভাল করে বেটে নিন। এতে যোগ করুন ১ চা চামচ মধু। মুখে লাগিয়ে ৫-১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৬।টমেটো ও মধুর টোনার: ১ চা চামচ টমেটোর রস ও ১ চা চামচ মধু ভাল করে মিশিয়ে নিন। সারা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট ধরে শুকান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৭।অ্যালোভেরা টোনার: অ্যালোভেরা থেকে রস করে নিন। এই রস মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটা ত্বক থেকে সানবার্ণ ও ব্রণ দূর করবে।
৮।দুধ,মধু ও ডিমের টোনার: ১ চা চামচ মধু,১ চা চামচ দুধ ও ১ ডিম ভাল করে ফেটিয়ে নিন। মুখে,গলায় ও ঘাড়ে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
৯।পুদিনার টোনার: এই টোনার টি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারি। ২ গোছা পুনিদা পাতা পরিষ্কার করে ধুয়ে ১০০ গ্রাম পানিতে সিদ্ধ করে নিন। এই পানিতে ১/২ চা চামচ ফিটকিরি মেশান। মিশ্রণটি ঠান্ডা হতে দিন। এর মধ্যে ২-৩ ফোঁটা ঠান্ডা পানি যোগ করুন। তুলার সাহায্যে মুখে লাগান।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
১০।গোলাপ জলের টোনার: ৫০ গ্রাম গোলাপ জল,১/২ চা চামচ ফিটকিরি,১০০ গ্রাম গ্লিসারিন ভাল করে মিশিয়ে নিন। তুলার সাহায্যে মুখে লাগান। শুকিয়ে গেলে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ফ্রিজে সংরক্ষণ করে ব্যবহার করতে পারেন। কেউ চাইলে বরফ বানিয়ে বরফ ঘষতে পারেন।