অন্যের সমালোচনা গ্রহণ করেই হোক সামনে এগিয়ে চলা!

নিশীতা মিতু, লাইফস্টাইল ফিচার এডিটর, অনলাইন আপডেট। আজ ক্লাসে স্যার হঠাৎ করে সবার হাতে সাদা কাগজের টুকরো দিলেন। বললেন, কেউ নিজের পরিচয় না লিখে কাগজটাতে আমার সম্পর্কে যা ভাবো তা লিখো। আমার ভালো দিক, আমার খারাপ দিক বা কোন দিকগুলো আমার পরিবর্তন করা উচিত সেগুলো লিখো।

সবাই কাগজে লিখলাম। ভালো কিছু কথা, স্যারের মন্দ কিছু দিকের কথা। স্যার লেখাগুলো নিয়ে কি ভাববেন তা জানিনা, তবে আমি কেন জানি বেশ উত্তেজিত বিষয়টা নিয়ে। কেন জানি মনে হল, আমাদের সবারই জানা উচিত আমাদের নিয়ে অন্যদের ভাবনাগুলো।

আমাদের প্রতিটি মানুষের উচিত, অন্যরা আমাদের নিয়ে কি ভাবে তা জানার। আমার মনে হয়, আপনার আশেপাশের মানুষেরা আপনাকে ঠিক কিভাবে গ্রহণ করছে তা আপনার জানা থাকলে সামনে এগিয়ে যাওয়ার পথটা বেশ সুগমই হবে।

অন্যরা আপনার ব্যবহার কিভাবে দেখছেঃ আপনার সামনে হয়ত সবাই আপনার সাথে বেশ আন্তরিকভাবে কথা বলছে। কিন্তু আপনার অবর্তমানে আপনার ব্যবহার নিয়ে সমালোচনা করছে। আপনার উচিত হবে, আপনার ব্যবহার বা কথা বলার ভঙ্গি অন্যরা কিভাবে গ্রহণ করছে তা জানা। হয়ত যে কথাগুলো আপনি খুব সহজে বলছেন, সেই কথাগুলোই অন্য কারোর জন্য কষ্ট বা বিরক্তির কারন হয়ে দাঁড়াচ্ছে।

সবার মানসিকতা এক হয় না। আবার সব পরিস্থিতিতেও এক হয়না। আমরা প্রায় সময়ই নিজের মানসিকতার সাথে অন্যের মানসিকতা গুলিয়ে ফেলি। আপনি যার সাথে কথা বলছেন সে আপনি নন, সম্পুর্ন ভিন্ন একটি সত্ত্বা। এটি ভুলে গেলে চলবে কি করে!

নিজের ভুলগুলো জানুন, বুঝুনঃ প্রতিটি ব্যাক্তি আলাদা ব্যাক্তিত্ব সম্পন্ন হয়ে থাকে। তার নিজস্ব কিছু ভাব ভঙ্গিমা থাকে। আপনারও তেমন কিছু অভ্যাস থাকতে পারে। এই যেমন বিশেষ রঙের পোশাক বেশি পরিধান করা কিংবা যা বলার মুখের উপর বলে ফেলা। সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় তবে মাঝে মাঝে খুব কাছের বন্ধু বা পরিবারের মানুষগুলো থেকে জানতে চান আপনার কোন দিকগুলো তাদের খারাপ লাগে। এতে করে নিজের ভুলগুলো খুঁজে পাবেন খুব সহজেই।

কেউ আপনার খারাপ দিকগুলো খুঁজে দিলো মানে এই নয় যে তিনি আপনাকে পছন্দ করেন না বরং তিনি চান আপনি ভুলগুলো শুধরে সামনে এগিয়ে চলুন। যদি আপনার মনে হয় কাছের মানুষগুলো আপনার ভালো দিকটাকে খারাপ ভাবে নিচ্ছে তবে তাদের বোঝাতে চেষ্টা করুন। নতুবা, সেগুলো বদলে ফেলার চেষ্টা করুন। মনে রাখবেন, সময়ের সাথে সাথে নিজের ভুল শুধরে এগিয়ে যাওয়ার মানেই জীবন।

অন্যের সমালোচনা আড়ালে নয়ঃ কোন মানুষই ভুল বা খারাপের বাইরে নয়। সবারই ছোটখাটো কিছু ভুলত্রুটি রয়েছে। আপনার কিছুদিক যেমন অন্যের ভালো লাগেনা তেমনি হয়ত অন্য কারোর কোনদিক আপনার ভালোলাগেনা। তাই বলে, তাকে নিয়ে আড়ালে সমালোচনা করবেন না।

আমাদের অনেকেরই এই বদ অভ্যাস রয়েছে। আমরা অন্যের ভুলত্রুটিগুলোকে নিজেদের আড্ডার বিষয় করে ফেলি। অন্যকে নিয়ে হাসাহাসি করতে ভালোবাসি। অথচ, আমরা চাইলেই তাকে আলাদা করে তার খারাপ দিকগুলো বুঝিয়ে বলতে পারি।

কারো কোন দিক আপনার খারাপ লাগলে তাকে সে বিষয়গুলো বুঝিয়ে বলুন। কে বলতে পারে, ভবিষ্যতে হয়ত সেও আপনার কোন ভুল ধরিয়ে দিবে। তবে এক্ষেত্রে অমায়িক হতে ভুলবেন না যেন। মনে রাখবেন, ভালো ব্যাবহার একজন মানুষকে বদলানোর ক্ষেত্রে বেশ বড় ভূমিকা পালন করে।

সবশেষে আবারও চলে যাই স্যারের কথায়। স্যারের আইডিয়া কিন্তু দারুণ লেগেছে আমার কাছে। সম্ভব হলে আশেপাশের মানুষগুলো থেকে নাম পরিচয় বিহীন তথ্য নেয়া গেলে মন্দ হত না। অন্যদের আড্ডা বা হাসি ঠাট্টার বিষয় হবার চেয়ে নিজেকে একটু বদলে নেয়াটা শ্রেয় নয় কি?

Facebook
Twitter
WhatsApp