রমজান ২৮ : দোষ-ত্রুটি ক্ষমা করে আমল কবুলের দোয়া

ইসলাম ডেস্ক: ২৮ রমজান ১৪৩৭ হিজরি, সোমবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির ৮ম দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের অষ্টম দিনে আল্লাহর নিকট দোষ-ত্রুটি ক্ষমা চেয়ে তাঁর নৈকট্য অর্জন এবং গোনাহ মাফের একটি দোয়া তুলে ধরা হলো- ২৮ তম রমজানের দোয়াঃ

اليوم الثّامن والعشرون : اَللّـهُمَّ وَفِّرْ حَظّيفيهِ مِنَ النَّوافِلِ، وَاَكْرِمْني فيهِ بِاِحْضارِ الْمَسائِلِ، وَقَرِّبْ فيهِ وَسيلَتى اِلَيْكَ مِنْبَيْنِ الْوَسائِلِ، يا مَنْ لا يَشْغَلُهُ اِلْحـاحُ الْمُلِحّينَ .

অর্থ- হে আল্লাহ ! এ দিনে আমাকে নফল এবাদতের পর্যাপ্ত সুযোগ দাও। ধর্মীয় শিক্ষার মর্যাদায় আমাকে ভূষিত কর। তোমার নৈকট্য লাভের পথকে আমার জন্যে সহজ করে দাও। হে পবিত্র সত্ত্বা! যাকে, অনুরোধকারীদের কোন আবেদন নিবেদন , ন্যায়বিচার থেকে টলাতে পারে না।

Facebook
Twitter
WhatsApp