ইসলাম ডেস্কঃ সাধারণত আমরা প্রায় সব মানুষেরই কম বেশি প্রশংসা করে থাকি। ভালো-মন্দ বিচার-বিশ্লষণ না করে এমনটি করা ঠিক না। ভালো মানুষের প্রশংসা বা স্তুতি করা হলে তিনি ভালো কাজে আরো উৎসাহিত হন। আর মন্দ মানুষের ক্ষেত্র প্রশংসা করা হলে তিনি খারাপ কাজের জন্য উৎসাহিত হন।
তাকে প্রশংসা না করে বরং তিরষ্কৃত করতে হবে, যাতে তিনি মন্দ পথ থেকে ফিরে আসেন। এ জন্যই কারো প্রশংসা করার ক্ষেত্র রাসূল সা. সতর্ক করেছেন।
বিশিষ্ট সাহাবী হযরত আনাস (রা.) হতে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন হযরত রাসূলে করীম (স.) বলেছেন- ফাসেক ব্যক্তির প্রশংসা ও স্তুতি করা হলে আল্লাহ তায়ালা অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হন এবং এ কারণে আল্লাহর আরশ কেঁপে ওঠে। (বায়হাকী) সুতরাং প্রতিটি মুমীনের রাসূল সা. এর এই পবিত্র হাদীসটি মেনে চলা উচিৎ। হে আল্লাহ, এই হাদীসের উপর আমল করা তাওফিক দান করুন। আমীন