চিত্র বিচিত্র ডেস্কঃ
হাসপাতালে সংজ্ঞাহীন কনেকেই বিয়ে করেছে এক বর। গত রোববার রাতে সাগর দিঘির মনিগ্রামে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল ভারতের মুর্শিদাবাদের বাসিন্দা অচিন্ত্য ফুলমালির। কিন্তু অনুষ্ঠানস্থলে গিয়ে জানতে পারেন হবু স্ত্রী ঝিলিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি।
কনে নেই শুনে বরযাত্রীদের মধ্যে হট্টগোল শুরু হয়। তবে বর নিজেই সেসব সামাল দেন। এদিকে শারীরিক অবস্থা অবনতির কারণে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় পাত্রীকে।
লগ্ন পার হয়ে যাচ্ছে। তা্ই পুরোহিত জানান, রাত ১০টা থেকে বিয়ের লগ্ন। অচিন্ত্য হাসপাতালে গিয়ে দেখেন হবু স্ত্রী জ্বরে সংজ্ঞাহীন। ধীরে ধীরে জ্ঞান ফিরে ঝিলিকের। তখন প্রায় রাত বারোটা। দুই পরিবারের সামনেই বিয়ে সম্পন্ন হয়। ঝিলিকের সিঁথিতে তখন অচিন্ত্যর গোলাপি সিঁদুর।
শারীরিক দকল সামাল দিয়ে নববধূ ঝিলিক জানান, বাবার বাড়ি মনিগ্রাম নয়, তিনি যেতে চান রঘুনাথগঞ্জের ঘোড়াশালার শ্বশুরবাড়িতে!