মৌমাছি আকৃষ্ট করার প্রতিযোগিতা..!


চিত্র বিচিত্র ডেস্কঃ

চীনের সায়োয়াঙে এক অদ্ভূত মৌমাছি আকৃষ্ট করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। প্রতিযোগীরা একটি ওজন মাপার যন্ত্রের উপর হাফপ্যান্ট পরে রানী মৌমাছির লালা তাদের শরীরে মেখে মৌমাছিদের আকৃষ্ট করে তাদের শরীরে বসার জন্য।

মৌমাছির মোট ওজন, ওজন মাপার স্কেল থেকে নেওয়া হয় এবং মোট ওজনের উপর নির্ভর করে প্রতিযোগির স্থান নির্ধারন করা হয়ে থাকে। ৪২ বছর বয়স্ক মৌমাছি পালক ওয়াং ডালিন সর্বোচ্চ ২৬কেজি মৌমাছি তার শরীরে এক ঘন্টা রেখে রেকর্ড করেন।

Facebook
Twitter
WhatsApp