ভৃত্যের জন্য ১কোটি রুপি!

ঢাকা : দীর্ঘ ৪০ বছর আন্তরিক সেবাদানের বিনিময়ে এক কোটি রুপি পুরস্কার পেলেন এক ভৃত্য।

গুজরাটের বদোদরায় বিখ্যাত শিল্পী জয়রাম পেটেল তার ভৃত্যের প্রতি এভাবেই কৃতজ্ঞতা দেখিয়েছেন।

সম্প্রতি জয়রাম সারা জীবনের সৃষ্টি ২৫০টি শিল্পকর্ম দিল্লির কিরণ নাদর মিউজিয়াম অব আর্টে বিক্রি করে প্রায় ৬ কোটি রুপি পেয়েছেন। সেখান থেকে ৪০ বছরের সেবক ও সহযোগী দাহিয়াভাইকে এক কোটি রুপি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা দিয়েছেন।

৮৫ বছর বয়সী জয়রাম জানিয়েছেন, চিত্রকর্মগুলো বিক্রি করে মিউজিয়ামে প্রদর্শনীর মাধ্যমে সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানোই ছিল তার উদ্দেশ্য।

৪০ বছর ধরে জয়রামের ছায়াসঙ্গী দাহিয়াভাই ঘটনা জেনে খুবই উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘দাদা আমার সেবার যে প্রতিদান দিয়েছেন তাতে আমি অভিভূত। তিনি সমস্ত রুপি আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করিয়ে দিয়েছেন। এখন এই রুপিয় আমি ছেলে-মেয়েকে ভালোভাবে লেখাপড়া শেখাতে পারবো।’

এ ব্যাপারে জয়রাম বলেন, ‘আমি রুপির জন্য সৃষ্টি বিক্রি করিনি। আমার বয়স হয়েছে। এখন নতুন করে আর কিছু তৈরি করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু আমার সৃষ্টি সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছানো প্রযোজন বলে মনে করেছি। এর দামও আমি ঠিক করে দিইনি। বর্তমান বাজার অনুযায়ী এই সব শিল্পের মূল্য প্রায় ২৫ কোটি রুপি পর্যন্ত উঠতে পারত। কিন্তু এ নিয়ে আমি ভাবিত নই। আর দাহিয়াভাইকে যে রুপি আমি দিয়েছি, সেটা ওর প্রাপ্য মনে করেছি, তাই দিয়েছি।’

Facebook
Twitter
WhatsApp