বড়াইগ্রামে বিরল প্রজাতির মণিরাজ ফল

নাটোর : নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা ঠাকুরপাড়া গ্রামে বিরল প্রজাতির মণিরাজ ফল ধরেছে। ক্ষুদ্র ব্যবসায়ী শাহাবুল ইসলামের বাড়ির একটি গাছে ধরা বিরল প্রজাতির এ ফল দেখার জন্য প্রতিদিনই অসংখ্য মানুষ তার বাড়িতে আসছেন।

জানা গেছে, মণিরাজ ফলের গাছ কিছুটা খেজুর গাছ আকৃতির। আনারসের মত দেখতে কাঠাল রঙের এ ফল কিছুটা লম্বাটে। এ ফলের ভেতরে কাঁঠালের মত কোয়া রয়েছে। তবে এর কোন বিচি নেই। সচরাচর ভারতের কিছু এলাকায় এ ফল দেখা গেলেও বাংলাদেশে এটি খুবই বিরল। এ ফল থেকে গ্যাস্ট্রিক, আলসার, আমাশয়সহ বিভিন্ন রোগের ওষুধ তৈরি হয়। এ কারণে হারবাল চিকিৎসকদের কাছে এ ফল খুব সমাদৃত।

শাহাবুল ইসলাম জানান, তিনি একটি জমি কিনে বাড়ি করেছেন, সেখানে আগে থেকেই গাছটি ছিল। এবার তিনটি ফল ধরেছে। ইতোপূর্বে একটি ফল তিনি বিক্রি করেছেন। অপর ফল দুটি প্রতিটি কমপক্ষে তিন হাজার টাকা করে বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম জানান, মূলত মণিরাজ ফুল থেকে ঔষধি গুণসম্পন্ন এক ধরনের ফল সদৃশ বস্তু উৎপন্ন হয়। এটি ফল হিসাবে খাওয়া যায় না। এটি ভারতের বিভিন্ন রাজ্যে বেশি দেখা যায়। গাছটি সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়া দরকার।

Facebook
Twitter
WhatsApp