বজ্রপাতের পর দাউ দাউ করে আগুন জ্বলছে গাছে!


চিত্র বিচিত্র ডেস্কঃ

বজ্রপাতে বৃষ্টিভেজা একটি গাছে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো। অবাক করা এ সংবাদটি মঙ্গলবার ভারতের এনডিটিভির অনলাইনে এক প্রতিবেদনে প্রকাশ করা হয়।

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের বল্ডউইনে গত শনিবার এ ঘটনা ঘটে। তবে গাছটির ফাটলের ভেতর দাউ দাউ করে আগুন জ্বললেও বাইরে তেমন কোনো বিশেষ ক্ষতি হয়নি।

স্থানীয় আবহাওয়া দপ্তরের মতে, গত এক সপ্তাহে মিসিসিপি ও আলাবামায় আবহাওয়া খুবই খারাপ ছিল। প্রচণ্ড ঝড় হয়েছে। এরই মাঝে তিনটি ঘূর্ণিঝড়ও হয়েছে। এ সময় বজ্রপাতে বল্ডউইনের ওই গাছের খোপের ভেতর আগুন ধরে যায়।

জেনিস মেল্টন নামের স্থানীয় একজন তাৎক্ষণিকভাবে অবিশ্বাস্য এই ছবিটি ধারণ করেন। পরে ওই দিনই ছবিটি আবহাওয়াবিদ জেমস স্প্যান টুইট করেন।

প্রতিবেদনে বলা হয়, ছবিটি টুইট করার পর প্রায় ২৫ হাজার লাইক ও ১০ হাজারের বেশি বার রিটুইট হয়। ছবিটি দেখার পর টুইটার ব্যবহারকারীরা রহস্য গল্প-উপন্যাসের গাছের সঙ্গে তুলনা করেন।

Facebook
Twitter
WhatsApp