বউয়ের ফেসবুক হ্যাক করে কারাগারে স্বামী !

চিত্র-বিচিত্র ডেস্ক: নিজে ফেসবুক চালান। কিন্তু আসক্তি অন্য জনের অ্যাকাউন্টে। সেই আসক্তি থেকে হ্যাকিংয়ের চিন্তা মাথায়। আর এই চিন্তাটা বাস্তবায়ন হলো নিজেরই বউয়ের অ্যাকাউন্ট হ্যাকিংয়ের। কাণ্ডটার শেষ পরিণতি স্বামীর হাজতবাস!

সম্প্রতি এই কাণ্ডটি ঘটিয়েছেন ভারতের হরিয়ানা অঙ্গরাজ্যের গুরগাঁও শহরের বাসিন্দা শচীন জিন্দাল। বৃহস্পতিবার (৩০ জুন) এ খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমের খবর, হ্যাকিংয়ের পর পুরো ‘পেশাদার হ্যাকারের মতোই’ স্ত্রীর অ্যাকাউন্ট নিয়ে আচরণ করেন শচীন। তিনি ওই অ্যাকাউন্ট থেকে বউয়ের বন্ধুদের কাছে আপত্তিকর ছবি পাঠান।

ব্যস, বন্ধুদের কাছ থেকে খবর পেয়েই সরাসরি পুলিশের কাছে নালিশ করেন স্ত্রী। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। তদন্তের মধ্যেই কর্মকর্তাদের যেন চক্ষুচড়ক গাছ হয়ে যায়, এ যে খোদ তার স্বামীই অপরাধী।

পরে আলোচনা সেরে পুলিশ স্বাভাবিক নিয়মে প্রযুক্তি আইনের ৬৬ এ ধারায় মামলা দায়ের করে শচীন জিন্দালের বিরুদ্ধে।

Facebook
Twitter
WhatsApp