প্রেমিক-প্রেমিকাদের ডেটিংয়ের জন্য জায়গা দিচ্ছে ‘স্টে-আঙ্কল’

বিনোদন ডেস্ক, অনলাইন আপডেট-  রক্ষণশীল এই ভারতীয় উপমহাদেশে  একটু ঘনিষ্ঠ হওয়ার জন্য জায়গা খুঁজে পাওয়া যে কতটা কঠিন তা প্রেমিক মাত্রই জানেন।
এখানে  বিয়ের আগে যৌন সম্পর্কে জড়ানো বা উন্মুক্ত স্থানে একটু ঘনিষ্ঠ হওয়াকে এখনও সহজ চোখে দেখা হয় না।
ফলে অনেকেই ডেটিং করার জন্য বিকল্প স্থান হিসেবে বেছে নেন বিভিন্ন পার্ক, রেস্তোরা ও  হোটেলকে।
অবশ্য নাম প্রকাশে অনিচ্ছুক এই তরুণী, যিনি ডেটিংয়ের জন্য হোটেলে যান, তিনি বলছেন, “কোন হোটেলে গেলে সেখানকার লোকজন এমনভাবে তাকিয়ে থাকবে যে আপনি খুব অস্বস্তি-বোধ করবেন। অথচ এ বিষয়ে নিজের কাছে বিরক্ত বা অস্বস্তি লাগার কিছু নয় এটা”।

এই তরুণীর মতো কাস্টমারদের সুবিধার জন্য নতুন এক ব্যবসা চালু করেছে একটি কোম্পানি, যেটি অবিবাহিত প্রেমিক যুগলদের নিভৃতে সময় কাটানোর জন্য হোটেল রুমের ব্যবস্থা করে দেয়।
এমন হোটেল যেখানে কয়েক ঘণ্টার জন্য হলেও এই প্রেমিক-প্রেমিকাদের স্বাভাবিকভাবে গ্রহণ করবে।
অবশ্য ‘স্টে-আঙ্কল’ নামের এই কোম্পানিটি বলছে কাজটি অবৈধ না হলেও, হোটেলগুলোকে এ ব্যবসার আওতায় আনা সহজ হয়নি।

Facebook
Twitter
WhatsApp