আব্দুল লতিফ রঞ্জু, পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ মঙ্গলবার ভোর রাতে বুকে জোড়া লাগানো মৃত যমজ কণ্যা শিশুর জন্ম হয়েছে। জোড়া শিশুর জন্ম নেয়ার খবর আশ পাশের এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ এক নজর দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভীড় করেন।
মৃত যমজ শিশু দুটি উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শফিকুল ইসলাম ও রুনা খাতুন (২৩) দম্পতির সন্তান।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার ডা. এস এম গোলাম মওলা ঘটনার সত্যতা স্বীকার করে অনলাইন আপডেটকে বলেন, গত সোমাবার রাত সাড়ে ১১ টার দিকে প্রসব বেদনা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ঐ প্রসূতি। পরে নরমাল ভাবেই মৃত. যমজ শিশুর জন্ম হয়। এরুপ ঘটনা চিকিৎসা বিজ্ঞানে সত্যিই বিরল।