অনলাইন আপডেটডেস্ক: সত্যিকার ভালোবাসা চিরন্তন। মোঘল সম্রাট শাহজাহানের অমর কীর্তি তাজমহল আজও সেই সুরের অনুরণন ঘটিয়ে চলেছে। এ কথার সত্যতা প্রমাণিত হলো আরও একটি বার। লিচেস্টারশায়ারে বৃটিশ প্রত্নতত্ত্ববিদরা এবার মাটির গর্ভে বিলীন হয়ে যাওয়া সেইন্ট মরেল নামে একটি গির্জার ধ্বংসাবশেষ খুঁজতে গিয়ে আজ থেকে প্রায় ৭০০ বছর আগের দুটি কঙ্কাল উদ্ধার করেছেন।
এ কঙ্কাল দুটি কোন এক দম্পতির। একই সময়ে মৃত্যুবরণ করেন তারা। মৃত্যুর সময় দু’জন দু’জনের হাত জড়িয়ে ধরেছিলেন। কোন সন্দেহ নেই যে, ওই দম্পতি পরস্পরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতেন। এ খবর দিয়েছে অনলাইন মিড-ডে। এর আগেও লিচেস্টার অঞ্চলে একই কবর থেকে কয়েক দম্পতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, কালের গর্ভে হারিয়ে যাওয়া ওই গির্জাটি ৭০০ বছর আগে বিশেষ কবরস্থান হিসেবে ব্যবহৃত হতো। ওই সাইট থেকে ১১টি কঙ্কাল উদ্ধার করেছেন তারা। রেডিওকার্বন পদ্ধতিতে এ কঙ্কালগুলো চতুর্দশ শতাব্দীর বলে জানা গেছে। ওই সাইট থেকে দ্বাদশ থেকে ষষ্ঠদশ শতাব্দীর রৌপ্যমুদ্রাসহ বিভিন্ন অমূল্য বস্তু খুঁজে পাওয়া গেছে।