ভিন্ন খবর ডেস্ক –
পবিত্র মহররম উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বোরকা পরে নারীদের যৌন হয়রানি করার দায়ে ধরা পড়ে গনধোলাইয়ের শিকার হবার ঘটনা ঘটেছে। বোরকা পড়ে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা ও তার সঙ্গীয় কয়েকজন এমন ন্যাক্যারজনক ঘতনা ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে ।
স্থানীয় সুত্র জানিয়েছে, ঘটনার সময় তাকে ধরে উত্তম মধ্যম দিয়েছে জনতা । গনধোলাইয়ের এক পর্যায়ে অবশ্য সে পালিয়ে যেতে সক্ষম হয়।
অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে প্রকাশ, এ ঘটনা ঘটেছে ভারতের এলাহাবাদে। খবরে বলা হয়, শনিবার রাতে বোরকা পরা অবস্থায় ধরা পড়ে অভিষেক নামের ঐ লম্পট । এ সময় মনি উমরপুর গ্রামের ইমামবাড়ায় মহররমের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সে নারীদের শরীরে গাঁ ঘেসে ঘেসে নানা কায়দায় যৌন হয়রানী করছিল।
অভিষেক যাদব জেলা বিশ্ব হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক। ওই অনুষ্ঠানে উপস্থিত নারীরা বোরকা পরা দু’ব্যক্তিকে নিয়ে সন্দেহ হয়। তারা বুঝতে পারেন তাদেরকে বিভিন্ন ভাবে তারা হয়রানী করার চেষ্টা করছে। এ নিয়ে তারা অভিযোগ জানান কমিটির কাছে। এ সময় ওই দু’বোরকা পরা ব্যক্তির মুখের পর্দা সরিয়ে দেখা যায় তারা পুরুষ। ঘটনানিয়ে উত্তেজনা তুঙ্গে উঠলে গনধোলাইয়ের শিকার হয় ঐ দুজন।
তবে গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা লাগার ভয়ে অভিভাবকরা পুলিশে খবর দেন।
তবে এমন ঘটনার কথা অস্বীকার করে অভিষেকের পরিবার থেকে বলা হয়েছে, বাড়ি আসার পথে তার ওপর হামলা চালিয়ে জিনিসপত্র লুট করা হয়েছে।
উল্লেখ্য, অভিষেক হলো বিজেপির জেলা পঞ্চায়েত সদস্য শিপ্রা যাদবের স্বামী। তার বিরুদ্ধে ইতমধ্যে একটি মামলা হয়েছে।