তিনটি সাপের অবিশ্বাস্য মিলন, দাঁড়িয়ে দেখল শত শত মানুষ! (ভিডিও সহ)

চিত্র বিচিত্র ডেস্ক- সাপের মিলনের বিশেষ মুহুর্তের বিশেষ দৃশ্য সাধারনত লোক চক্ষুর আড়ালেই থাকে। প্রবাদ আছে চন্দ্র মাসের বিশেষ কোন সময়ে সাপের এই বিশেষ মুহুর্তগুলো আসে এবং তা মানুষের দৃষ্টির আড়ালেই থাকে। কিন্তু দিনের আলোয় লোকালয়ে রাস্তার পাশে কোন জলাশয়ে সাপের (মিলনের) বিশেষ মুহুর্তের দৃশ্য নিশ্চয় বিরল ঘটনা।

সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান কৃষি কলেজ-সংলগ্ন একটি মাঠে তিনটি সাপের মিলনের সেই দৃশ্যই দেখা গেল। আর তা দেখেই ভিড় জমালেন অসংখ্য মানুষ। দাঁড়িয়ে দেখল শত শত মানুষ।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই দু’টি সাপ ওই এলাকায় দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎই তিন সাপকে এই ভঙ্গিমায় দেখে হতচকিত হয়ে যান এলাকাবাসী। তিনটি সাপের একসঙ্গে মিলন। অপূর্ব এই প্রেমের দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করতে একটুও দেরি করেননি এলাকাবাসী। বাসিন্দাদের অনেকে আবার সাপগুলোকে পূজা করবেন বলে ঠিক করেন। পুরোহিত ঠিক করে পূজার জিনিসও জোগাড় করতে যান বেশ কয়েকজন। কিন্তু ততক্ষণে সাপেরা সেই জায়গা ছেড়ে চলে যায়।

পূজা করতে না পেরে অনেকেরই মন খারাপ হয়ে যায়। তবে এই বিরল দৃশ্য দেখে অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।

ভিডিও দেখুন এখানে-

16958 size-full” src=”https://www.bengalieye.com/wp-content/uploads/2016/07/13820532_911720445621918_1337938714_n” alt=”13820532_911720445621918_1337938714_n” width=”500″ height=”300″ />

Facebook
Twitter
WhatsApp