তদন্ত প্রতিবেদন দাখিল না করায় চেয়ারম্যানের ৫ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, অনলাইন আপডেট-  যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ঘটনার তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দেন। তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেয়ায় ও  আদালতের আদেশ অমান্য করায় যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমানকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

গতকাল ৩, অক্টোবর ২০২৬ রোজ  সোমবার অপরাহ্নে  সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুসরাত জাবীন নিম্মী এই আদেশ  দেন।

আদালত সূত্রে জানা যায় যে, গত  ২০১৫ সালের নভেম্বর মাসে মণিরামপুরের হেলাঞ্চী গ্রামের রামপদ দাসের জমির একটি জাম গাছ কেটে নেন আব্দুল আজিজ মোল্লা ও তার লোকজন। গাছ কাটতে বাধা দিলে রামপদ দাস ও তার পরিবারের সদস্যদের মারপিট করা হয়।

এ ব্যাপারে রামপদ দাস ১৯ নভেম্বর  ২০১৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। বিচারক অভিযোগ গ্রহণ করে খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদন্ত করে ২০১৬ সালের ৪ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মামলার তিনটি ধার্য দিন অতিবাহিত হলেও  চেয়ারম্যান তদন্ত প্রতিবেদন  অথবা প্রতিবেদন দাখিলের জন্য  সময়ের আবেদন কোনটাই  আদালতে দাখিল করেননি পরবর্তীতে  চেয়ারম্যান মুজিবর রহমানকে তদন্ত প্রতিবেদন চেয়ে তাগিদপত্র দেন বিচারক।এরপরেও আদালত কোনও জবাব না পেয়ে গত ২০ জুন ২০১৬  কেন আদালত অবমাননার দায়ে তাকে (চেয়ারম্যানকে) অভিযুক্ত করা হবে না মর্মে সশরীরে হাজির হয়ে জবাব দেয়ার জন্য নোটিশ দেয়া হয়।

বারবার সুযোগ দেয়া সত্ত্বেও তদন্তকারী কর্মকর্তা চেয়ারম্যান সময়ের আবেদন অথবা তদন্ত প্রতিবেদন আদালতে জমা না দেয়ায় বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই সাথে বিচারক আদেশে খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

Facebook
Twitter
WhatsApp