ট্রেনের নাম মহারাজা, প্যালেস অন হুইলস…


চিত্র বিচিত্র ডেস্কঃ

প্রতিবেশী দেশ ভারতে অনেকে সুযোগ পেলেই বেড়াতে যান। ভারত এতই বৈচিত্র্যে ভরপুর যে, অনেকে মজা করে একে মিনি ওয়ার্ল্ডও বলে থাকেন। ফলে বিশাল আয়তনের দেশটির এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সৌন্দর্য উপভোগ করতে আগত পর্যটকরা অন্যান্য যানবাহনের চেয়ে ট্রেনকেই বেশি পছন্দ করেন। মূলত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যাতায়াতের জন্য ভারতের রেলপথের ব্যাপক অগ্রগতি হওয়ায় সেখানে এখন সাধারণ ট্রেনের পাশাপাশি বিলাসবহুল কয়েকটি ট্রেন বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ভারতের সেসব বিলাসবহুল ট্রেন নিয়ে আমাদের এবারের আয়োজন—

দ্য মহারাজা এক্সপ্রেস নামক ট্রেনটি শুধু ভারত নয়, বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ট্রেন হিসেবে পর পর দুবার স্বীকৃতি অর্জন করেছে। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন দ্বারা পরিচালিত এ ট্রেনটি শুধুই একটি ট্রেন নয়। দেখলে মনে হবে এটি যেন একটি পাঁচ তারকা হোটেল। ডাইনিং, বার, এলসিডি টিভি, ইন্টারনেট সংযোগসহ নানা সুবিধায় পূর্ণ একটি বিলাসী ট্রেন। ২০১০ সালে যাত্রা করা মহারাজা দিল্লি থেকে যাত্রা শুরু করে জয়পুর হয়ে আগ্রা যায়। সর্বোচ্চ ৮৮ জন অতিথির জন্য পুরো আয়োজন পরিচালনা করতে ট্রেনটিতে আছে মোট ১৪টি বগি। এতে ২০টি ডিলাক্স কেবিন, ১৮টি জুনিয়র স্যুট, চারটি স্যুট ও একটি প্রেসিডেন্সিয়াল স্যুট রয়েছে। মহারাজার খাওয়া-দাওয়ার যে আয়োজন আছে, তার নামের সঙ্গে একদম মানানসই বলা যায়। ময়ূরমহল এবং রঙমহল নামে ভারতের স্থানীয় সব খাবারের আয়োজন নিয়ে আছে দুটি রেস্টুরেন্ট। নভেম্বর থেকে এপ্রিল এই ছয় মাস চলা মহারাজা এক্সপ্রেসে চড়তে হলে আপনাকে সর্বনিম্ন ৬ হাজার ৭৬০ টাকা থেকে সর্বোচ্চ ১১ হাজার ৯৯০ মার্কিন ডলার গুনতে হবে।

ভারতের আরেকটি বিলাসবহুল ট্রেনের নাম প্যালেস অন হুইলস। বিশ্বের চার নম্বর বিলাসবহুল এ ট্রেনটি যাত্রা শুরু করেছিল ১৯৮২ সালে। ৭ দিন ৮ রাতের প্যাকেজে এ ট্রেনে আপনি ঘুরে দেখতে পারবেন পুরো রাজস্থান রাজ্য। রাজ্যটির বিভিন্ন এলাকার নামে রাখা মোট ১৪টি বগির সবগুলোতেই রয়েছে ভিন্ন আয়োজন। পুরো ট্রেন মহারাজা এক্সপ্রেসের মতোই সর্বোচ্চ ৮৮ জন ধারণক্ষমতা। এ প্যালেস অন হুইল ট্রেনের পুরো প্যাকেজের সুবিধা গ্রহণ করতে আপনাকে অফপিক মৌসুমে গুনতে হবে সর্বনিম্ন ৬৫০ থেকে ৩ হাজার ১৫০ ডলার। আর পিক মৌসুমে গুনতে হবে ৮৬৫ থেকে ৪ হাজার ২৫ মার্কিন ডলার। তবে এ ট্রেনের সবচেয়ে বড় দিক হলো এতে টাকা খরচ করে আপনাকে বিন্দুমাত্র আফসোস করতে হবে না। কেননা, এর মহারানী এবং মহারাজা নামক দুটি রেস্টুরেন্টের খাবার, স্পা সেবা, আন্তর্জাতিক সব সুবিধাসম্পন্ন কামরা সব কিছু মিলিয়ে আপনার মনকে তৃপ্ত করবে।

পিছিয়ে নেই দ্য গোল্ডেন চ্যারিয়টও। এশিয়ার সেরা বিলাসবহুল ট্রেন হিসেবে ২০১৩ সালে ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ড অর্জন করে গোল্ডেন চ্যারিয়ট। প্রতি সোমবার বেঙ্গালুরু থেকে যাত্রা শুরু করে গোয়ায় গিয়ে শেষ করে তাদের যাত্রা। ৭ দিন ৮ রাত এ ট্রেনের বিলাসী সব আয়োজন উপভোগ করতে আপনাকে গুনতে হবে সর্বনিম্ন ৫ হাজার ৫৩০ থেকে সর্বোচ্চ সাড়ে ১০ হাজার মার্কিন ডলার। প্রাচীন পুরাণের ঘটনা অবলম্বনে শৈল্পিক নকশা করা এ ট্রেনে রয়েছে মোট ১৯টি বগি। গোলাপি আর সোনালি রঙের কারুকার্যময় ট্রেনটির ১৯টি বগিতে রয়েছে ৪৪টি কেবিন। এর প্রতিটি কেবিনের নাম রাখা হয়েছে বিভিন্ন রাজার নামে, যারা বিভিন্ন সময় ভারতে রাজত্ব করেছেন।

Facebook
Twitter
WhatsApp