জীবিত হবে এই আশায় মৃত মেয়েকে ফ্রিজে রাখলেন বাবা!

ভিন্ন খবর ডেস্ক- বাহিরে প্রচণ্ড তাপমাত্রা, তার মধ্যেই নিজের গাড়িতে শিশু মেয়েকে রেখে ব্যক্তিগত কাজে বের হয়ে যায় মিখায়েল থ্যাডফোর্ড (৩৩)। সে তার কাজের মধ্যেই ডুবে আছে, সেদিকে যে ছোট্ট মেয়েটিকে গাড়িতে বসিয়ে রেখে এসেছেন সেটি হয়তো ভুলেই গেছেন তিনি। আর যখন মনে পড়ে মেয়ের কথা, দৌঁড়ে গাড়িতে এসে দেখতে পান মেয়ের নিথর দেহ।

সঙ্গে সঙ্গে সেটিকে নিয়ে জীবিত হয়ে উঠবে এই আশায় ৪ ঘণ্টা ফ্রিজের ভেতর রাখে মিখায়েল। ঘটনার পরে সে তার স্ত্রীকে প্রথমে জানায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসে।

পুলিশ রান্নাঘর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা (সিপিআর) দিয়েও শিশুটিকে বাঁচাতে সক্ষম হয়নি। অতিরিক্ত গরমই শিশুটির মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে। ঘটনার দিন তাপমাত্রা ছিল বাইরে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মিখায়েলের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp