জীবন্ত আগ্নেয়গিরি ছিল মঙ্গলে !


চিত্র বিচিত্র ডেস্কঃ

এর আগে পানির স্রোতের প্রমাণ মিলেছিল। এবার প্রমাণ মিললো এক সময় বিশাল বিশাল জীবন্ত আগ্নেয়গিরি ছিল মঙ্গলে। ফলে ইঙ্গিত মিললো, কোনো এক অতীতে হয়তো প্রাণ ছিল মঙ্গলে।

নাসা জানায়, এক সময় হয়তো প্রচুর পরিমাণে জীবন্ত আগ্নেয়গিরি ছিল মঙ্গল গ্রহে। সেই বিশাল বিশাল আগ্নেয়গিরিগুলো নিয়মিত ভাবে লাভা উগরে যেত। সাম্প্রতিক একটি আবিষ্কারেই এই বিশ্বাস জোরালো হয়েছে।

মূল গবেষক জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড মরিসের গবেষণাপত্রটি ছাপা হয়েছে বিজ্ঞান-জার্নাল ‘প্রসিডিংস অব দ্য ন্যাসনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস’-এ।

ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় নাসার জেট প্রোপালসান ল্যাবরেটরির (জেপিএল) মিডিয়া সেলের মুখপাত্র বলেন, ‘‘২০১২ সালের আগস্ট মাসে নামার পর থেকেই মঙ্গলের ‘গেল ক্রেটার’ এলাকা কার্যত চষে বেড়াচ্ছে রোভার মহাকাশযান ‘কিউরিওসিটি’।”

Facebook
Twitter
WhatsApp