কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ে!

চিত্র-বিচিত্র ডেস্ক: বিয়ের জন্য কতই না আয়োজন করে মানুষ। তবে চাইনিজ এক দম্পতির আয়োজন দেখে সবার চোখ ছানাবড়া হওয়ার যোগাড়। কারণ তারা বিয়ের জন্য বেছে নিয়েছেন কাচের ব্রিজের সঙ্গে ঝুলন্ত বিছানা, তাও আবার তার নীচে গভীর খাদ। নয় অগাস্ট ছিলো চাইনিজ ভ্যালেন্টাইনস ডে। আর সেদিনই কাচের সেতুতে ঝুলন্ত অবস্থায় বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

এজন্য সেতুর সঙ্গে রশি দিয়ে বেশ শক্ত করেই বানানো হয় একটি বিছানা। ভূমি থেকে প্রায় ছয়শ ফুট ওপরে বেশি হাসিমুখেই তারা পোজ দিয়েছেন ক্যামেরায়।

চিনের হুনান প্রদেশে পাহাড় সমান উচ্চতায় নির্মিত এ কাচের সেতুটি ইতোমধ্যেই পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একই সঙ্গে ভয় আর আনন্দ উপভোগ করতে বহু পর্যটক ছুটে যান সেখানে।

Facebook
Twitter
WhatsApp