এ যেন বিস্ময় বালকের বিস্ময় কীর্তি ! (ভিডিও)

চিত্র-বিচিত্র ডেস্ক: বয়স মাত্র ৯ বছর। আর এই বয়সেই সে যা করল তা এক প্রকার বিস্ময় ছাড়া আর কিছুই বলা যায় না। এই বয়সেই তার এই কৃতিত্ব দেখে উপস্থিত সকলের চোখ একপ্রকার ছানাবড়া হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। অবশেষে সম্বিত ফিরে পেতেই সেই পারফরম্যান্স তাড়িয়ে তাড়িয়ে উপভোগও করলেন তাঁরা।

পারফরমারের নাকি কোনও জাত হয় না। হয় না কোনও দেশ, কাল এমনকী পাত্র। এই শিশুটির ক্ষেত্রেও হয়তো বিষয়টা একই। তার নেই কোনও দেশ। আছে শুধুই নিজের কৃতিত্বকে জাহির করার মঞ্চ। আর তাই সে পারফর্মার।

Facebook
Twitter
WhatsApp