চিত্র বিচিত্র ডেস্কঃ
সেলফি জ্বরে আক্রান্ত সারাবিশ্ব। এক প্রকার নেশা হয়ে উঠেছে সেলফি। জুয়ান-বুড়ো সবাই সেলফি পাগল। আনন্দ-উল্লাস আর হৈ-হুল্লোড়ে সেলফির হিড়িক পড়েছে। বিয়ে বাড়িতে সেলফির প্রকোপ আরো বেশি। যত্রতত্র শোনা যায় সেলফির ক্লিক ক্লিক শব্দ।
অনেকে আজকাল সেলফি তুলতে লক্ষ লক্ষ টাকাও খরচ করছেন। সেলফি তুলতে গিয়ে টাকা গচ্ছা গেলে সেটাকে কি সেলফির দাম বলা যায় না?
এমনি ঘটনা ঘটলো ভারতের লুধিয়ানায় মোহিনী রিসোর্টে এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠান চলছে। এক মহিলা আত্মীয়দের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত। আর এতেই হল সর্বনাশ। এইদিকে সেলফি তুলতে ব্যস্ত মহিলা আর অন্যদিকে চোর চুরি করে নিয়ে গেলো গয়নাভর্তি ব্যাগ।
এরপর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার ব্যাগে ১৫০০ টাকা সহ ৮ লাখ টাকার গয়না ছিল বলে দাবি করেন তিনি।
রিসোর্টের ক্যামেরায় ১১ বছরের একটি ছেলেকে ওই ৮ লাখ টাকা মূল্যের ব্যাগটি চুরি করে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।