চিত্র-বিচিত্র ডেস্ক: দমবন্ধ হয়ে যায় এই ভিডিওটা দেখলে। হংকংয়ের রাস্তায় ঘটনা এই দুর্ঘটনাটা দেখলে বাকরুদ্ধ হয়ে যেতে হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় প্রথমে সাদা রঙের একটা গাড়ির সঙ্গে ছোট্ট একটা ধাক্কা লাগে নীল রঙের অপর একটি গাড়ির। ধাক্কার পর রাগে নীল গাড়িটির ওপর সোজা গাড়ি চালিয়ে দেয় সাদা গাড়ির ড্রাইভার।
এর ফলে নীল গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে এক ব্যক্তি ওই গাড়ির সামনে নিজেকে আড়াল করতে যান। কিন্তু পিছনের সাদা গাড়িটা চলতেই থাকে, ধাক্কায় গাড়ির সামনে পড়ে যান সেই ব্যক্তি। নীল গাড়িটিও পিছন থেকে ধাক্কা খেতে থাকে, এদিকে গাড়ির চাক্কায় পিষে যেতে থাকেন সেই ব্যক্তি। ওই সাদা রঙ্গের ড্রাইভারকে পেলে কি করতেন আপনি?
দেখুন ভিডিওতে–