ইন্দোনেশিয়ায় খাবার পরিবেশনে যখন কমোড থিম ! (ভিডিও)


চিত্র-বিচিত্র ডেস্ক: দেখেই নাক সিঁটকে উঠবে আপনার। ভাবতে পারেন এদের কি মাথা খারাপ? নাকি পেট খারাপ? কী করছে এটা? কমোডে রাখা খাবার খাচ্ছে!

ছবিটা ইন্দোনেশিয়ার এক রেস্তরাঁর। টয়লেট থিম-এর উপর তৈরি রেস্তরাঁটির নাম ‘জাম্বান ক্যাফে’। অভিনব সেই রেস্তরাঁর খাবার পরিবেশন ব্যবস্থা। সত্যিকারের কমোডে করে সেখানে খেতে দেওয়া হয় আগুন্তকদের। আর সেই কমোড থেকেই মনের সুখে ‘সুস্বাদু’ সেসব খাবার খেয়ে চলেন ভোজনরসিকের দল।

ইন্দোনেশিয়ায় এই টয়লেট-থিম রেস্তরাঁটির দারুণ চাহিদা। সারাক্ষণই সেখানে উৎসাহীদের লম্বা লাইন পড়ে থাকে। বিশেষভাবে কমোডে করে তাঁরা ইন্দোনেশিয়ান খাবার ‘বাকসো’ খেতে বেশি পছন্দ করেন। কালচে রঙের স্যুপের মধ্যে মাংসের বল। এটাই হল ‘বাকসো’।

কারো যদি এসব কিছু দেখে বমি পায়, রয়েছে সেই ব্যবস্থাও। রেস্তরাঁ কর্তৃপক্ষের বক্তব্য, আসলে তাদের উদ্দেশ্য মানুষের মধ্যে টয়লেট ও স্যানিটেশন নিয়ে সচেতনতা বৃদ্ধি।
Click here
Facebook
Twitter
WhatsApp