আয়ু ১১৫ অতিক্রম করবে না!


চিত্র বিচিত্র ডেস্কঃ

১৯৯৭ সালের ৪ অগস্ট ফ্রান্সের এক নার্সিংহোমে মারা যান জিয়েন ক্যালমেন্ট। ক্যালমেন্ট যখন মারা যান তখন তার বয়স ছিল ১২২ বছর। সাম্প্রতিক এক গবেষণা বলছে ক্যালমেন্ট ৭ বছর বাড়তি বেঁচেছিলেন। জ্যান ভিজ ও তার দুই সহযোগী পরীক্ষা-নিরীক্ষা করে বলছেন, একজন মানুষের আয়ু বেশি হতেই পারে তবে ১১৫ টপকাবে না।

ক্যালমেন্টের ১২২ কে ব্যতিক্রম বলছেন ভিজ। বললেন, স্কুলের পরীক্ষা যেমন ১০০ নম্বরের হয় এবং তাতে সর্বোচ্চ একজন ১০০ ই পেতে পারে তার বেশি নয়, তেমনি একজন সর্বোচ্চ ১১৫ বছরই বাঁচবেন।

ভিজ ও তার দুই সহযোগী জিয়াও ডং এবং ব্র্যান্ডন মিলহল্যান্ডের এই গবেষণা ‘নেচার’ পত্রিকায় ছাপা হয়েছে। কেউ ভিজের গবেষণাকে হাস্যকর বলছেন, কারও মত সঠিক ব্যাখ্যাই দিয়েছেন ভিজ।

Facebook
Twitter
WhatsApp