চিত্র বিচিত্র ডেস্কঃ
ইন্টারনেটে ফের ভাইরাল হলো উড়ো এক খবর ! সম্প্রতি নাকি আফ্রিকার জঙ্গলে পাওয়া গেছে মানুষের মতো দেখতে এক আজব জীব! এই নিয়ে সরগরম বিশ্লেষণ চলছে বোদ্ধাদের। নানা গুনীর নানা মত! কেও বলছেন অন্যকোন গ্রহ থেকে পৃথিবীতে এসেছিলো অদ্ভুত দর্শন এই এলিয়েনারা। আবার কেও বলছে হয়তো গহীন জঙ্গলে এদের বাস, এবারই এসেছে লোকালয়ে ।
ছবির জীবগুলো দেখতে অনেকটা মানুষের মতোই। এদের মানুষের মতোই চুল, হাত পা সবকিছুই মানুষের মতোই অনেকটা। তবে এদের লেজ রয়েছে। শরীরের অংশও মানুষের মতোই দেখতে।
এই জীবগুলোকে দেখে সবাই বিস্মিত। সবাই বলছেন, এও কি সম্ভব? সৃষ্টি জগতের এও একটি লীলা- এমনটিই ধারণা করা হচ্ছে। বসে নেই গবেষকরাও . তারা এসব মানব আকৃতির জীব নিয়ে গবেষণা করছেন। যদি কিছু পেয়ে যান সে আশায়!
সম্প্রতি বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকায় বেশ ফলাও করে প্রচার করা হয়েছে এই খবরটি। তবে গুজবের ডালপালা ছড়িয়ে যতদুরই যাকনা কেন, সত্যিটা হচ্ছে, ‘ আফ্রিকার জঙ্গলে পাওয়া গেছে মানুষের মতো দেখতে এক আজব জীব শিরোনামে যে ছবিটি দেখানো হয়েছে সেটা আসলে আস্ট্রেলিয়ার বিখ্যাত এক শিল্পী প্যাট্রিসিয়া পিকিনিনি এর আঁকা একটি ছবি!
আরও নিশ্চিত হবার জন্য এই লিংক এ দেখে নেয়া যাক সত্যতাঃ