অবিশ্বাস্য হলেও সত্য, দুই মুখওয়ালা বাছুরের জন্ম !

মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ৬নং গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ক্যালেনের বাজার পাড়ার শ্রী জয়ন্ত চন্দ্র রায়ের বাড়িতে পালিত একটি গবাদি পশু (গরু) বুধবার (১৩ জুলাই) রাত ৯টায় একটি বাছুরের জন্ম হয়।

বাছুরটির মাথা একটি,মুখ দইটি,চোখ চারটি । এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিভিন্ন এলাকা থেকে হাজার,হাজার উৎসুক জনতা বাছুরটি দেখতে ভিড় করছে। বাছুরটি সুস্থ্য এবং সবল রয়েছে বলে জানিয়েছেন গাভীর মালিক জয়ন্ত দেবনাথ। তিনি বলেন, বাছুরটি যদিও সবল রয়েছে তারপরও একটি মাথায় দুইটি মুখ থাকায় উঠে দাড়াতে কষ্ট হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp