“পোশাক” কখনও ধর্ষণের অজুহাত হতে পারে না

বিনোদন ডেস্ক: পোশাক ধর্ষণের অজুহাত হতে পারে না বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তিনি বলেন, পোশাক কখনও ধর্ষণের অজুহাত হতে পারে না। বহুদিন পর পর্দায় দেখা যাবে রাভিনাকে। তিনি মাতৃ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। এখন এই ছবির প্রচারণায় ব্যস্ত রয়েছেন। এই ছবিতে ধর্ষণের বিষয়টা টেনে আনা হয়েছে।

রাভিনা বলেন, নারী অভিনেত্রীকে পণ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। ছবিতে নারী অভিনেত্রীদের অনেক সময় পণ্য হিসেবে দেখানো হয়। এই মানসিকতার পরিবর্তন দরকার।

অনেক দিন পর পর্দায় দর্শকরা রাভিনাকে দেখতে পাবেন। তিনি কি এখন থেকে নিয়মিত অভিনয় করবেন? এমন প্রশ্নের জবাবে রাভিনা বলেন, ‘জানি না। ভাল চিত্রনাট্য পেলে আর সংসারের ফাঁকে সময় পেলে ছবি করব।’

নব্বইয়ের দশকের হিট ছবি ‘আন্দাজ অপনা অপনা’র সিক্যুয়েল হওয়ার কথা শোনা যাচ্ছে। রবিনার মতে, ‘ক্লাসিকে হাত না দেওয়াই ভাল।’তিনি থাকছেন কি না ছবিতে এখনও জানেন না।

অন্যদিকে এখন ছবি প্রযোজনার ইচ্ছেও নেই রাভিনা। এই নিয়ে তার ভাষ্য, ‘প্রযোজনা করেছি আগে। খুব একটা ভাল ফল হয়নি! তাই এখন ও-সব ভাবছি না। ওই কাজটায় অনেকটা সময় লাগে।’

Facebook
Twitter
WhatsApp