আমেরিকায় দুর্ঘটনায় আহত কঙ্গনা

বিনোদন ডেস্ক ~ আমেরিকায় শ্যুটিং করতে গিয়ে আহত হলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। হানসাল মেটার ‘সিমরান’ ছবির কাজে এখন আটলান্টায় তিনি। তবে চিকিৎসক  অভিনেত্রী কঙ্গনাকে  আশ্বস্ত করেছেন, তাঁর চোট সামান্য।

 ভারতীয় মিডিয়া জানা যায় যে, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার লোহার বিমে গিয়ে ধাক্কা মারে নায়িকার গাড়ি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ  এসে তাদের সাহায্য করে। কঙ্গনা সহ গাড়িতে থাকা ‘সিমরান’-এর বাকি সদস্যদের হাসপাতালে পাঠানো হয়েছে। মাথা এবং পায়ে চোট পাওয়া কঙ্গনা ছাড়া ইউনিটের বাকি সবাই সুস্থ রয়েছেন।

তবে শুটিং সেট থেকে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, কঙ্গনার ভুরুর কাছে কিছুটা কেটে গেছে। এখন তিনি সুস্থতার পথে। শিগগিরই আবার শ্যুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন ২৯ বয়সী অভিনেত্রী কঙ্গনা।

বর্তমানে  সুস্থই আছেন তিনি এবং  শিগগিরই আবার শ্যুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন কঙ্গনা।

Facebook
Twitter
WhatsApp