ইন্টারনেট রঙ্গ ডেস্ক, অনলাইন আপডেট – ফেসবুকে আমরা প্রয়োজনে-অপ্রয়োজনে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় অনেক ব্যবহারকারীই। আর যদি রিকোয়েস্টগুলো একসেপ্ট না হলে তবে তা পেনডিং হয়ে থাকে। এভাবে একটি ফেসবুক আইডি থেকে অনেকগুলো রিকোয়েস্ট পাঠানো হলে এবং সেগুলো পেন্ডিং/ ইগনোর হলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুবিধা সাময়িক বা চিরতরে ব্লক করে দিতে পারে ফেসবুক।
ব্যবহারকারীদের উচিত নিয়মিত পেন্ডিং লিস্ট চেক করা। পেন্ডিং লিস্ট চেক করতে প্রথমে ফেসবুকে লগইন করে এই লিংকে ক্লিক করুন। এটি ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট পাতা। এখানে আপনার কাছে আসা ফ্রেন্ড রিকোয়েস্ট জমা থাকে। ব্যবহারকারীরা এখান থেকেই নিজেদের পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে নিতে পারবেন এবং প্রয়োজনে পাঠানো রিকোয়েস্ট মুছে ফেলতে পারবেন।
এ জন্য ‘রেসপন্ড টু ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্টস’ অপশনের নিচেই রয়েছে ‘ভিউ সেন্ট রিকোয়েস্টস’ অপশন। এখানে ক্লিক করে দেখে নেওয়া যাবে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টগুলো। অথবা সরাসরি এই লিংকে ভিজিট করেও দেখা যাবে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্টের তালিকা।
তালিকা থেকে ‘ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ট’ অপশনের উপর মাউস রাখলে ‘ক্যানসেল রিকোয়েস্ট’ অপশন পাওয়া যাবে। এখান থেকে পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট মুছা যাবে।