ইন্টারনেট রঙ্গ ডেস্ক:
১. ইনসোমেনিয়া
প্রশ্ন: কখন বুঝবেন, আপনার ইনসমনিয়া (ঘুম না-আসা রোগ) গুরুতর হয়ে উঠেছে? উত্তর: যখন অফিসের মিটিংয়ে বসেও আপনার ঘুম পাবে না!
২. ফের আছাড়
চলার পথে কলার খোসা পড়ে থাকতে দেখলে সরদারজি মনে মনে কী ভাবেন? উত্তর: ইশ্! আজকে আবার আছাড় খেতে হবে!
৩. শেয়ারবাজার
শেয়ারবাজার থেকে কীভাবে এক লাখ টাকা তুলে আনা যায়? উত্তর: সহজ! দুই লাখ টাকা বিনিয়োগ করুন!
৪. সন্ধ্যার সংবাদ
‘সন্ধ্যার সংবাদ’ কাকে বলে? উত্তর: যে সংবাদের শুরুতেই আপনাকে বলা হয়, ‘শুভ সন্ধ্যা’। এরপর একে একে বর্ণনা করা হয়, কেন প্রথম বাক্যটা ভুল ছিল…!
৫. তবুও ভাঙল না
মেঝের ওপর একটা ডিম পড়ল, অথচ ভাঙল না। কীভাবে সম্ভব? উত্তর: মেঝেটা যথেষ্ট শক্ত। তাই ডিমের আঘাতে ভাঙেনি!
৬. কি আছে?
যদি আপনার এক হাতে তিনটি আপেল, দুটি কমলা এবং অন্য হাতে দুটি নাশপাতি, চারটি কমলা থাকে, তাহলে সবশেষে আপনার কী আছে? উত্তর: অনেক বড় হাতের পাঞ্জা।
৭. ঘুমের অভাব
কীভাবে একটা মানুষ ১০ দিন না ঘুমিয়ে থাকতে পারে? উত্তর: রাতে ঘুমাবে!
৮. রবিনহুড
রবিনহুড ধনীদের সম্পদ লুট করত কেন? উত্তর : গরিবদের ঘরে লুট করার কিছু ছিল না বলে।
৯. টেস্টি রক্ত
মানুষের বিভিন্ন ধরনের রক্তের গ্রুপ হয় কেন? উত্তর: মশারা যাতে বিভিন্ন ফ্লেভারের স্বাদ গ্রহণ করতে পারে।
১০. বিছানা
রাতে মানুষ কেন বিছানায় যায়? উত্তর : কারণ রাত হলেও বিছানা মানুষের কাছে আসে না তাই।
১১. কঠিন অঙ্ক
কখন দুই যোগ দুই দশ হয় ? উত্তর : যখন অংক ভুল হয়।
১২. বুদ্ধির ঘনঘটা
কোন প্রানীর বুদ্ধি সবচেয়ে উঁচুতে ?
উত্তর : জিরাফ।